খেজুরি, 19 জানুয়ারি : রাজনৈতিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে এখন উদভ্রান্তের মতো দেখাচ্ছে৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরির জনসভা থেকে এই কথাই বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি তিনি আবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন৷
এদিন কার্যত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা ছিল শুভেন্দু অধিকারীর৷ তবে তিনি সভা করেন খেজুরিতে৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, সিঙ্গুরের সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন৷
মমতার সভা নিয়ে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে মমতার সভা আসলে হায়দরাবাদের একটি পার্টির সভা ছিল৷ ওখানে সাধারণ মানুষ যায়নি৷ আর তার পরই তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস নেত্রীকে দেখলাম তিনি উদভ্রান্ত৷ তিনি রাজনৈতিক ভাবে হতাশাগ্রস্ত৷’’
শুভেন্দু অধিকারীর অভিযোগ, নন্দীগ্রামের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন না৷ নন্দীগ্রাম আন্দোলনকে মুখ্যমন্ত্রী মর্যাদা দেন না৷ মর্যাদা দিলে নন্দীগ্রামের আন্দোলন পাঠ্যপুস্তকে থাকত বলে তিনি দাবি করেছেন৷