নন্দীগ্রাম, 10 নভেম্বর: নন্দীগ্রামে রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়ার আশায় 2007 সালের 10 নভেম্বর সূর্যোদয় অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন শাসক দল সিপিএম। সেই জমি আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানাতে এসে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । একই সঙ্গে, কেন্দ্রে 24-এ সরকার বদলালে শুভেন্দুদের গ্রেফতার করা হবে বলেও আগাম হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ।
সূর্যোদয়ের অভিযানের বিরুদ্ধে জমি আন্দোলনে নেমে অনেকেরই মৃত্যু হয় বলে অভিযোগ । এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলেও অভিযোগ । সেই রক্তাক্ত সংগ্রামের বর্ষপূর্তির কর্মসূচি প্রতিবছর নন্দীগ্রামের কর পল্লীতে আয়োজিত হয় । তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে এতদিন তা পালন করেছিল তৃণমূল। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর শহিদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করা নিয়ে শুরু হয় চাপানোতর। অবশেষে প্রশাসনের তরফ থেকে বিজেপিকে প্রথমে শহিদদের মাল্যদান করার অনুমতি দেওয়া হয়। তার সঙ্গে নির্দিষ্ট সময়ও বেঁধে দেয় পুলিশ-প্রশাসন।
সকাল 10 টার মধ্যে বিজেপির অনুষ্ঠান শেষ করে নিতে হবে বলেও জানিয়ে দেয় পুলিশ। এরপর তৃণমূল শহিদ বেদীতে মাল্যদান করবে। প্রশাসনের নিয়ম মেনেই বিজেপি শহিদ বেদীতে শ্রদ্ধা জানাতে থাকে। কিন্তু 10টা পেরোতেই এলাকার তৃণমূলের জোরালো প্রতিবাদে পুলিশ এসে তাদের সভামঞ্চ খালি করে দেয়। তারপর কর পল্লির শহিদ বেদীতে বিজেপির তরফে লাগানো ফুলও ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করা হয়। তারপর কর পল্লির শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসূচি শুরু করে তৃণমূল।