পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"25 মের পর কী করতে হয় আমি জানি", BJP-কে হুমকি শুভেন্দুর - tmc

"পঞ্চায়েত নির্বাচন ও প্রধান গঠনের পর থেকে কয়েকজন দুষ্কৃতী এই এলাকা উত্তপ্ত করে রেখেছে । আমাকে কয়েকটা দিন সময় দিন তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে ।"

শুভেন্দুু অধিকারী

By

Published : May 7, 2019, 11:32 PM IST

Updated : May 7, 2019, 11:48 PM IST

ময়না, 7 মে : "25 মে শেষ দিন। তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে। যেমন অসুখ তেমন ওষুধ আছে। আমি বাড়তে দিচ্ছি বলে, অনেকের হয়তো কষ্ট হচ্ছে । আমার উপর ভরসা করে একটু সময় দিন ।" আজ বাকচায় জনসভা থেকে BJP-কে এই ভাষাতেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

শুনুন শুভেন্দুু অধিকারীর বক্তব্য

আজ বিকেলে বাকচার ইজমালিচক হস্টেল মাঠে দিব্যেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী । সেখান থেকে তিনি বিরোধীদের বলেন, "আজকে অক্ষয় তৃতীয়া। একটা অমাবস্যা গিয়েছে। আগামী অমাবস্যা আর দেখতে হবে না । আমি ডেট দিয়ে গেলাম, ২৫ মে ।"

এরপর তিনি কয়েকজনের নাম নিয়ে তাদের উদ্দেশে হুমকির সুরে বলেন, "মদন ভৌমিক, আশিস ভৌমিক, পিন্টু ভঞ্জ, নিমাই মণ্ডল, উত্তম সিং, পঞ্চানন মণ্ডল, ধ্রুব রাউত, নাড়ু মণ্ডল, বিজয় ভুঁইঞা, মহেন্দ্র বাড়ুই, ইন্দ্রজিৎ বারুই, সীমান্ত মণ্ডল, খোকন খুটিয়াদের নাম নিয়ে গেলাম । এরা অতীতটা জানে না। অতীত যদি জানে ভবিষ্যতে আর করবে না । আবার বলছি ভদ্রভাবে থাকুন ।"

আজকের সভায় শুভেন্দু অধিকারী বলেন, "পঞ্চায়েত নির্বাচন ও প্রধান গঠনের পর থেকে কয়েকজন দুষ্কৃতী এই এলাকা উত্তপ্ত করে রেখেছে । বোমা ফাটানো, পুলিশ ও আমাদের নেতারা চলে যাওয়ার পর সাধারণ মানুষকে হুমকি দেওয়া এটা ওদের নিত্যদিনের অভ্যাস । আমাকে কয়েকটা দিন সময় দিন তারপর কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে ।"

Last Updated : May 7, 2019, 11:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details