পটাশপুর, 28 জুন:বীরভূমের সভা থেকে রাজ্যে লোকসভা ভোটের জন্য রাজ্য বিজেপিকে আসন সংখ্যার টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ ৷ আগামী লোকসভা ভোটে 35 আসনের নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছিলেন বিজেপির 'সেকেন্ড-ইন কমান্ড' ৷ আর সেখান থেকে আরও একধাপ এগিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অমিত শাহ টার টার্গেটকে ছাপিয়ে লোকসভায় 36টি আসন পাওয়ার দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷
অমিত শাহের দেওয়া লোকসভায় টার্গেট 35-কেও ছাপিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার তিনি পটাশপুরের সভা থেকে জানান, যে আগামী লোকসভা ভোটে 18 কে 36 করবে বিজেপি। সেইসঙ্গে, ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বিস্ফোরক দাবি করে জানান, যে আর তিন মাসের মধ্যে এই রাজ্য সরকারকে বিদায় দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের মেয়াদ আর ছয় মাস বলেও সাফ জানান তিনি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থনে, চোর মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এদিন পটাশপুর দুই নম্বর ব্লকে বিজেপির নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করে একাধিক বিস্ফোরক দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, "বিজেপির প্রার্থীরা যাঁরা লড়াই করতে নেমেছেন, তাঁরা সেটিংয়ের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি এবার দ্বিগুণ জোর দিয়ে পঞ্চায়েতে লড়ছে।" অন্যদিকে, পুলিশ আর তৃণমূলকে আলাদা করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিন শুভেন্দু বলেন, "বিজেপি টাকা আটকায়নি, চুরি আটকেছে। ডু অর ডাই লড়াই এবারে হবে। চোর মুক্ত পঞ্চায়েত চাই।" সেই সঙ্গে, তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে বলেছেন, যে এটা নাকি সেমিফাইনাল। লোকসভায় নাকি ফাইনাল হবে! আত্মবিশ্বাসের সুরে শুভেন্দুর দাবি, আসলে এটা কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে 35 টা লোকসভা আসনে এবার তৃণমূল হারাবে।
আরও পড়ুন:315 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র, মোতায়েনের ক্ষেত্রে বেঁধে দেওয়া হল সংখ্য়া
উল্লেখ্য, এর আগে প্রায় নিয়ম করে প্রতি জনসভাতেই মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করছেন, আগামী ছ'মাসের মধ্যে বিজেপি সরকারের পতন হবে কেন্দ্রে ৷ বিজেপি সরকারের আয়ু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের মাঝে এবার পালটা রাজ্য সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "আমি ছিলাম বলে কাঁথি পেয়েছেন, তমলুক পেয়েছেন। এবারে 18 টা 36 করব আমরা। এই সরকারের মেয়াদ আর তিন মাস। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের ওপরে ছেড়ে দিন। প্রধানমন্ত্রী গতকাল ভূপালে বলেছেন, যে এই তৃণমূল সরকার দুই হাজার 300 কোটি টাকা দুর্নীতি করেছে। সব চোররা জেলে যাবে মাথা উঁচু করে বিজেপি করুন।"