পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরদের রানি' বলে কটাক্ষ শুভেন্দুর - suvendu adhikari

নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই পঞ্চায়েত নিয়ে ময়দানে নেমেছে সব পক্ষ ৷ রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, পূর্ব মেদিনীপুরে বিজেপিই জিতবে।

Etv Bharat
মমতাকে চোরদের রানি বলে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Apr 8, 2023, 10:23 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দুর

ময়না, 8 এপ্রিল: রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরদের রানি' বলে তীব্র কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার ময়নার সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের উদ্দেশে কার্যত হুংকার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ তৃণমূল সুপ্রিমোকে 'চোরদের রানি' বলে এবার আক্রমণ করলেন শুভেন্দু।

রাজ্য়ে পঞ্চায়ের নির্বাচনের কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গিয়েছে ৷ পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সবকটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে ঘর গোছানোর পাশাপাশি প্রচার কৌশলও সাজিয়ে ফেলছে ৷ এর মাঝেই ফের একবার পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে মাঠে নামল বিজেপি ৷ রাজ্য়ের বিরোধী দলনেতা এদিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, পূর্ব মেদিনীপুরে বিজেপিই জিতবে। পাশাপাশি তিনি বলেন,"পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদও এবারে বিজেপি দখল করবে। আর কাঁথি লোকসভা কেন্দ্রে তিন লক্ষ ভোটে ও তমলুক লোকসভা কেন্দ্রে দেড় লক্ষ ভোটে বিজেপি জিতবে।"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এদিনের হুংকারে জেলায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই বক্তব্যে শাসক দলের কোনও নেতার প্রতিক্রিয়া মেলেনি। শাসক দলের তরফে কোনও জেলা নেতাই এর পালটা কিছু বলতে রাজি হননি ৷ এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যের প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। আলিপুরদুয়ারের জনসভা থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার যে হুঁশিয়ারি এদিন দিয়েছেন তা নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, এদিন আলিপুরদুয়ারের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এক কোটি চিঠি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে যাবেন তাঁরা। পাশাপাশি দাবি আদায়ের জন্য় প্রয়োজনে দিল্লিতে তৃণমূল ধরনা দেবে বলেও সাফ জানিয়ে দেন অভিষেক। এর পালটা এদিন ময়নার সভা থেকেই জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,"দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের সরকার চালায় না। পিসির পুলিশ ওখানে নেই। ওটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর। দিল্লি পুলিশের লাঠির মাপ ছয় ফুট ৷ যেতে বলুন ৷"

তিনি আরও বলেন, "এই নোংরা সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। তোলাবাজ ভাইপো আমদানি করেছে। যদি চুরি করে না থাকেন তাহলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তদন্তে বাধা দিচ্ছেন কেন?"

আরও পড়ুন: বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীকে এক কোটি চিঠি পাঠানোর হুঁশিয়ারি অভিষেকের

অন্য়দিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের উদ্দেশে যে বার্তা দিয়েছেন এদিন তারও তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন,"কয়েক দিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঠিক হবে। পঞ্চায়েত সমিতিতে কত, জেলা পরিষদ কত, তারপরে এজেন্ট ঠিক হবে, তারপরে টাকা তোলা হবে। সেই টাকা কালীঘাটে পৌঁছোবে, তারপর টিকিট দেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details