ময়না, 8 এপ্রিল: রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরদের রানি' বলে তীব্র কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার ময়নার সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের উদ্দেশে কার্যত হুংকার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ তৃণমূল সুপ্রিমোকে 'চোরদের রানি' বলে এবার আক্রমণ করলেন শুভেন্দু।
রাজ্য়ে পঞ্চায়ের নির্বাচনের কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গিয়েছে ৷ পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে সবকটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে ঘর গোছানোর পাশাপাশি প্রচার কৌশলও সাজিয়ে ফেলছে ৷ এর মাঝেই ফের একবার পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে মাঠে নামল বিজেপি ৷ রাজ্য়ের বিরোধী দলনেতা এদিন দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, পূর্ব মেদিনীপুরে বিজেপিই জিতবে। পাশাপাশি তিনি বলেন,"পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদও এবারে বিজেপি দখল করবে। আর কাঁথি লোকসভা কেন্দ্রে তিন লক্ষ ভোটে ও তমলুক লোকসভা কেন্দ্রে দেড় লক্ষ ভোটে বিজেপি জিতবে।"
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এদিনের হুংকারে জেলায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই বক্তব্যে শাসক দলের কোনও নেতার প্রতিক্রিয়া মেলেনি। শাসক দলের তরফে কোনও জেলা নেতাই এর পালটা কিছু বলতে রাজি হননি ৷ এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যের প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। আলিপুরদুয়ারের জনসভা থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার যে হুঁশিয়ারি এদিন দিয়েছেন তা নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।