কলকাতা, 11 অগস্ট: "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে হাটে মাগুর মাছ বিক্রি করা ব্যক্তি আজ হাজার কোটির মালিক ৷ অনুব্রত মণ্ডল একজন মাফিয়া(Anubrata Mondal)। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন ৷" বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(suvendu adhikari slams mamata banerjee on anubrata mondal arrest issue)৷
Anubrata Mondal: 'অনুব্রতর মতো মাফিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি' কটাক্ষ শুভেন্দু'র - অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী
অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)৷
এদিন শুভেন্দু অধিকারী বলেন, "আমি আশা করব যে অনুব্রত মণ্ডলের মতো লোকেরা এই গরু পাচার, কয়লা পাচার ও বালি পাচারের ক্ষেত্রে বিশেষ করে হিন্দু লোকেদের বিরুদ্ধে বীরভূমে যে অত্যাচার চালিয়েছেন তা কার নির্দেশে সেই সব তথ্য তিনি সিবিআইয়ের কাছে জানাবেন। নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘরছাড়া করেছেন তিনি । বেশ কিছু মানুষকে খুনও করিয়েছেন । এসব কার নির্দেশে এবং কার ইন্ধনে হয়েছিল ? মুড়ির টিনে করে টাকা কাদের পাঠিয়েছেন ? তা তাঁকে জানাতে হবে ৷"
আরও পড়ুন :অনুব্রতকে গ্রেফতার করে দুর্গাপুর ক্যাম্প অফিসের পথে সিবিআই