পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu slams Mamata : স্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট হবে, সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন, কটাক্ষ শুভেন্দুর - Suvendu Adhikari slams Mamata Banerjee

স্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন ৷ নন্দীগ্রামে হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে বজ্রাঘাতে মৃত মা-ছেলের প্রতিকৃতিতে মাল্য়দান করে এমনই কথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Mamata Banerjee) ।

Suvendu Adhikari News
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী

By

Published : May 4, 2022, 8:01 AM IST

নন্দীগ্রাম, 4 মে : নন্দীগ্রাম বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu in Nandigram)। গত 28 শে এপ্রিল কালবৈশাখী ঝড়ে বজ্রাঘাতে নন্দীগ্রামে মৃত্য়ু হয় মা ও ছেলের । সেই মা-ছেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি । মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া-না-হওয়ার বিষয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ৷

আরও পড়ুন :Suvendu at Deucha Pachami : রাজনীতি চাইছে না দেউচা, তবু পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আমি কখনও সাংসদ, কখনও বিধায়ক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি । বজ্রাঘাতে মৃত ছোট ভাই ও মায়ের ছবিতে ফুল দিলাম । তাঁদের পরিবারের সদস্যদের যেন কান্না থামছে না । দুটো ছোট শিশুর দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি । বজ্রাঘাতে মৃত যুবকের স্ত্রীর পড়াশোনা রয়েছে । এখন এই মুহূর্তে কিছু করতে না পারলেও, এটা আমার মাথায় থাকল ।"

নন্দীগ্রামে সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী

পাশাপাশি রাজ্য সরকারের একাধিক ঘটনা নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু । বহরমপুর কলেজ ছাত্রীর ঘটনার প্রসঙ্গে তিনি বলেন , "এখন দুষ্কৃতীরা বেপরোয়া হয়েছে । রাজ্যে মহিলাদের নিরাপত্তা এখন কোথায় গিয়েছে ? ওরা ভিডিয়ো করতে করতে মেরেছে ।"

তৃণমূলের উচ্চতর নেতৃত্বরা দাবি করছেন আগামী দিনে অভিষেক বন্দ্য়ােপাধ্য়ায় মুখ্যমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন । এই প্রসঙ্গে তিনি নিজের জামা খুলে স্যান্ডো গেঞ্জি টেনে বলেন, "এতে যেদিন পকেট হবে, সেদিন প্রধানমন্ত্রী হবেন ।"

ABOUT THE AUTHOR

...view details