পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams Mamata: নন্দীগ্রামে হেরে তিরিশের বেশি মামলা করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ শুভেন্দুর - মেদনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে

রাজ্য সরকারের সন্ত্রাস, সীমাহীন দুর্নীতি ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে পূর্ব মেদনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে প্রতিবাদ সভা করে বিজেপি। যদিও সেই সভার অনুমতি দেয়নি পুলিশ ৷

Etv Bharat
অভিযোগ শুভেন্দুর

By

Published : May 7, 2023, 11:05 PM IST

অভিযোগ শুভেন্দুর

পটাশপুর, 7 মে: নন্দীগ্রামে হারের জেরে ক্ষোভ থেকে একের পর এক মামলা দায়ের করে চলেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ৷ এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার পটাশপুরের এক জনসভায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "আমার কাছে এক হাজার 56 ভোটে হেরে যাওয়ার পর পিসিমনি 30টিরও বেশি মামলা করেছেন ৷" সেইসঙ্গে ফের একবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে রাজ্যের একাধিক দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন বিরোধী দলনেতা ৷

এদিন রাজ্য সরকারের সন্ত্রাস, সীমাহীন দুর্নীতি ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে পূর্ব মেদনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে প্রতিবাদ সভা করে বিজেপি। যদিও সেই সভার অনুমতি দেয়নি পুলিশ ৷ সভায় ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডি- সহ অন্যান্য বিজেপির জেলা নেতৃত্ব। আর সেই সভায় উপস্থিত হয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকেরী ৷ এদিন বিকেল তিনটে নাগাদ শুভেন্দু অধিকারীর পটাশপুরের দাইতলা বাজার দুর্গাপুজো কমিটির মাঠে সভা করার কথা ছিল। এমনকী সভার যাবতীয় প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু বিজেপির অভিযোগ, একাধিক সমস্যার অজুহাতে শেষ পর্যন্ত মাঠে সভার অনুমতি বাতিল করে পুলিশ ৷ অনুমতি শেষ মুহূর্তে বাতিল করে মাঠ কর্তৃপক্ষও।

শেষ পর্যন্ত এদিন দাইতলা বাজারে একটি গাড়ির উপরই বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বক্তব্যের প্রথম থেকেই রাজ্য সরকার-সহ জেলা পুলিশের শীর্ষ কর্তাদের কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এদিন শুভেন্দু বলেন, "এখন তো সবে বিকাল হয়েছে। খেলা এখন অনেক বাকি। যেমন পার্থ-অর্পিতার খেলা হয়েছে। অনুব্রত-সুকন্য়ার খেলা হয়েছে। শেষ খেলা পিসি-ভাইপোর আমি করব।" তাঁর অভিযোগ, বিরোধী দলনেতার বিরুদ্ধে 30টিরও বেশি মামলা করা হয়েছে। তিনি বলেন, "আমাকে হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছে। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও এরা সাত বার গিয়েছিল। সুপ্রিমকোর্ট বলেছে টাটা বাই বাই।" এরপরই শুভেন্দু দাবি করেছেন, মামলাগুলি সব করা হয়েছে 2021 সালের 2 মে'র আগের নয়। সেই সঙ্গে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী অপরাধী নয় ৷ স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ছেলে। পিসিমণি নন্দীগ্রামে আমার কাছে ভোটে হারার পর মামলা করেছে। তাই এইসব মামলা টিকবে না।" তাঁর দাবি, এইসব মামলা টেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ পারবে না। শুধু তাই নয়, বিজেপি নেতাদের জেলে ভরে প্রতিবাদকে দমানো যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি ৷

উল্লেখ্য, গত সোমবার ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূইয়াঁর খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ময়নায় প্রতিবাদ মিছিলের পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথ অবরোধের কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেই সঙ্গে পটাশপুরেও পথ অবরোধের কর্মসূচি নিয়েছিল বিজেপি। পথ অবরোধ চলাকালীন অবরোধকারীদের উপর পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ। তবে সেই লাঠিচার্জের সময় পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদেরও অবরোধকারীদের উপর লাঠিচার্জ করতে দেখা গিয়েছে বলে অভিযোগ বিজেপির। সেই সঙ্গে, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশ মানা হয়নি বলে দাবি জানিয়ে এবং ঘটনার প্রতিবাদে রবিবার কর্মসূচির ডাক দেন শুভেন্দু। কিন্তু মাঠ কর্তৃপক্ষ অনুমতি দিয়ে আবার তা বাতিল করায় বিপাকে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে। এদিন শুভেন্দু জানান, পূর্বনির্ধারিত স্থানে তাঁদের সভা করতে দেওয়া হয়নি এই পুলিশের সহযোগিতায়। আগামী রবিবার কাঁথি সাংগঠনিক জেলার ডাকে পটাশপুর চলো মহা মিছিলের ডাক দিয়েছে বিজেপি।

আরও পড়ুন: লোকসভায় বিজেপির টার্গেট 35, তৃণমূলের 40,পঞ্চায়েতের আগেই চব্বিশের উত্তাপ রাজ্যে

ABOUT THE AUTHOR

...view details