কাঁথি, 12 নভেম্বর : পেট্রোপণ্যের ওপর রাজ্য সরকারি ট্যাক্স ছাড়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিজেপি । তারপর তমলুক হসপিটাল মোড়ে একটি পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।
তিনি বলেন, "জনগণের ট্যাক্সের টাকায় আগের বছরে 6 কোটি টাকা ব্যয় করে প্লেন চড়তেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো । এখন মাসে ছত্রিশ কোটি টাকা ব্যয় করে দশ সিটার প্লেন ভাড়া নিয়েছে ত্রিপুরা আর গোয়া দখল করার লক্ষ্যে ছুটছেন । আর তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী ? এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ভাতা নির্ভর রাজ্য, নির্ভরশীল বাংলা, দু-টাকার চাল নাও, ভাতা নাও, ঠেলা নাও, মায়েদের পাঁচশো টাকা দিতে পারব ৷ কিন্তু এসএসসি দিয়ে তোমার ছেলেকে চাকরি দিতে পারব না । এই হচ্ছে রাজ্য সরকারের জনগণের প্রতি ভালবাসা ।"