নন্দীগ্রাম, 5 জুলাই:ব্যালট বক্স চুরি রুখতে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর ৷ ভোটের পর ভোট বাক্স গালা দিয়ে বিশেষ করে সিল করে দেওয়া হবে ৷ বাক্সের উপর সিল লাগানোর জন্য থাকবে দলীয় প্রতীক ৷ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের টাকাপুরাতে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে শুভেন্দুর জোরদার কটাক্ষ ৷ যেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 'ভোট বাক্স চুরি'র অভিযোগ তোলেন শুভেন্দু ৷ সেই চুরি রুখতেই বিশেষ ব্যবস্থার কথা জানালেন তিনি ৷ বিরোধী দলনেতার কটাক্ষ, "বিশেষ সিলের ব্যবস্থা করেছি। সেই সিল কী ধরনের সেটা সরকারও জানে না। এমনকি সরকারি কর্মচারীরাও জানেন না। বিশেষ সিল প্রত্যেকটা বুথে বুথে আমি পাঠিয়ে দেব । যাতে ভোট লুট না-করতে পারে।"
পঞ্চায়েত ভোটের দিন যত এগোচ্ছে ততই শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শুভেন্দু ৷ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় জনসভা সহ বিভিন্ন কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর ৷ যেখানে ভোট ঘিরে চলা হিংসা, মৃত্যু নিয়েও বক্তব্য রাখেন তিনি ৷ শুভেন্দু বলেন, "আপনারা দেখছেন 16 থেকে 19 হয়েছে মৃতের সংখ্যা। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীবা সিনহা দায়ী। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে দেওয়া হচ্ছে ৷ আমি খোঁজ নিলাম জাতীয় সড়কে এদের প্যারেড করাচ্ছে। রাজ্য সরকার মৃত্যু চাইছে।"