পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: নন্দীগ্রামে 'চোর চোর' স্লোগান কুণালদের, চলন্ত গাড়ি থেকেই পালটা শুভেন্দুর - চোর চোর স্লোগান

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দেখে 'চোর চোর' স্লোগান দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷ তাই শুনে বেজায় চটে গিয়ে চলন্ত গাড়ি থেকেই পালটা জবাব দিলেন বিরোধী দলনেতা ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jul 6, 2023, 7:45 PM IST

Updated : Jul 6, 2023, 8:04 PM IST

শুভেন্দু অধিকারীকে দেখে 'চোর চোর' স্লোগান দিলেন তৃণমূল কর্মীদের

নন্দীগ্রাম, 6 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে প্রচারের শেষবেলায় যুযুধান দুই নেতা মুখোমুখি হতেই রাজনীতির উত্তাপ চড়ল নন্দীগ্রামে ৷ শাসকদলের প্রচারসভা চলাকালীন নন্দীগ্রাম বাজার সংলগ্ন এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছয় ৷ আর তাঁকে দেখে 'চোর চোর' স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, বক্তৃতা থামিয়ে কর্মীদের মাইকে সেই স্লোগান তুলতে বলছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ 'চোর চোর' স্লোগান শুনে বেজায় চটে যান নন্দীগ্রামের বিধায়ক ৷ তিনি গাড়ির জানলা দিয়ে মুখ বের করে পালটা জবাব দেন ৷

পঞ্চায়েত নির্বাচনের জন্য বৃহস্পতিবারই ছিল শেষ দিনের প্রচার ৷ তৃণমূলের কাছে এ বারের ভোটে নন্দীগ্রাম সম্মানরক্ষার লড়াই ৷ আর বিজেপির কাছে তাদের শক্ত জমি ধরে রাখার ৷ স্বাভাবিকভাবেই পঞ্চায়েতে সবার পাখির চোখ নন্দীগ্রামে সকাল থেকেই শেষ দিনের প্রচার চলছিল জোরকদমে ৷ জেলার বিভিন্ন প্রান্তে ঘুরছিলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী ৷

প্রচারের শেষবেলায় তাঁর কনভয় নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ের দিকে যাওয়ার জন্য নন্দীগ্রাম বাস স্ট্যান্ড দিয়ে এগোচ্ছিল ৷ সেই সময়ই সেখানে কুণাল ঘোষ ও মদন মিত্রের প্রচারসভা চলছিল । বক্তব্য রাখছিলেন স্থানীয় এক তৃণমূল নেত্রী ৷ শুভেন্দুর কনভয়কে ঢুকতে দেখে বক্তৃতা থামিয়ে কর্মীদের 'চোর চোর' স্লোগান তুলতে নির্দেশ দেন কুণাল ঘোষ ৷ তখনই হাতে মাইক তুলে নিয়ে নন্দীগ্রাম তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন ৷ তাঁরা বলতে থাকেন, 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা'৷

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ পূর্ব মেদিনীপুর, কার দখলে থাকবে জেলা পরিষদ ?

মাইক্রোফোনে তারস্বরে এই স্লোগান শুনে বেজায় চটে যান বিরোধী দলনেতা ৷ তিনি গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন ৷ তবে কোনওরকম অশান্তি এড়াতে তৎপর ছিলেন নিরাপত্তা কর্মীরা ৷ তাঁরা শুভেন্দুর কনভয় নিরাপদে ওই এলাকা থেকে বের করে দিতে সাহায্য করেন ৷ কোনও জটলাও বাঁধতে দেওয়া হয়নি ৷ তবে তারই মধ্যে চলন্ত গাড়ির জানলা দিয়ে মুখ বের করে স্লোগানদানকারীদের চোখরাঙাতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে ৷ তিনিও তৃণমূল নেতাদের বিরুদ্ধে পালটা কটাক্ষ ছুড়ে দেন ৷ অন্তত ভিডিয়ো দেখে তা-ই মনে হয়েছে ৷ যদিও মাইকে তৃণমূলের স্লোগানের আওয়াজ এতটাই বেশি ছিল যে, শুভেন্দু ঠিক কী বলেছেন, তা স্পষ্ট শোনা যায়নি ৷

Last Updated : Jul 6, 2023, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details