কাঁথি, 11 অগস্ট : নন্দীগ্রামের বজ্রাঘাতে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর নির্বাচন কেন্দ্র নন্দীগ্রাম বিধানসভা এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির ৷ তাঁদের পরিবারের হাতে এদিন 2 লক্ষ টাকার চেক তুলে দেন শুভেন্দু ৷ এদিন ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথির কিশোরনগর স্কুলের সামনে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি নেতা । তারপরই তিনি নন্দীগ্রামে যান শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করতে ৷
কাঁথির কিশোরনগরে শহিদ ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদানের পর তমলুকের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু । সেখানে ভারতীয় জনতা পার্টির পূর্ব ঘোষিত "পশ্চিমবঙ্গ বাঁচাও" কর্মসূচির তৃতীয় দিনে বৃক্ষরোপণের আয়োজন ছিল ৷ নন্দীগ্রামের শহিদ মিনার স্থলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী ৷ দলীয় কর্মীদের হাতে চারাগাছ তুলে দেন ৷ এরপরই নন্দীগ্রামে সোনাচূড়ায় বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন ৷