পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: শহিদ দিবস পালনের আগে গঙ্গাজলে শহিদ বেদী পরিষ্কার করলেন শুভেন্দু

এবারও নন্দীগ্রাম শহিদ দিবস (Nandigram Shahid Diwas) পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তার আগে গঙ্গাজল দিয়ে শহিদ বেদী পরিষ্কার করলেন তিনি ৷

Suvendu Adhikari prays tribute to Martyrs during Nandigram Shahid Diwas
Suvendu Adhikari: শহিদ দিবস পালনের আগে গঙ্গাজলে শহিদ বেদী পরিষ্কার করলেন শুভেন্দু

By

Published : Nov 10, 2022, 8:28 PM IST

নন্দীগ্রাম, 10 নভেম্বর: প্রতিবছর 10 নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শহিদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম শহিদ দিবস (Nandigram Shahid Diwas) পালন করল বিজেপি ৷ উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ দলের অন্য নেতা ও কর্মীরা ৷ তাঁরা 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি'র ব্যানারে এই কর্মসূচি পালন করেন ৷ অপরদিকে, এদিনই সকালে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি-সহ অন্যরা এই দিনটি পালন করেন ৷ লক্ষ্যণীয় বিষয় হল, তাঁরাও সেই একই 'ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি'র ব্যানারেই অনুষ্ঠান করেন ! ফলে শহিদদের স্মরণ করার নামে কার্যত ফের একবার রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয় নন্দীগ্রাম ৷ চলে সমালোচনা, পালটা কটাক্ষ ৷

এদিন শহিদ বেদীতে মাল্যদান করার আগে গঙ্গাজল দিয়ে সেটি ধুয়ে পরিষ্কার করে নেন শুভেন্দু অধিকারী ৷ তারপর নিজের পকেট থেকে রুমাল বের করে শহিদ বেদী মুছে শুকনো করেন ৷ তারপর করেন মাল্যদান ৷ উল্লেখ্য, গতবারও একইভাবে শহিদ বেদী পরিষ্কার করেছিলেন শুভেন্দু ৷ এদিন শহিদ বেদীতে মাল্যদানের পর শহিদ পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি ৷ নাম না করে আক্রমণ করেন কুণাল ঘোষকে ৷

আরও পড়ুন:শুভেন্দুকে 'গো ব্যাক' স্লোগান, শহিদ দিবসের অনুষ্ঠানে উত্তেজনা

কুণাল ঘোষের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, "চাকরদের কথার উত্তর আমি দেব না ৷ ওঁদের মালিককে আমি হারিয়েছি ৷ আগে আমাকে হারাক ৷ তারপর উত্তর দেব ৷ আমাকে 'গো ব্যাক' পোস্টার দেখাচ্ছিলেন ৷ তাঁরা সব পালিয়ে গেলেন কেন ? বিগত দিনে আন্দোলন করেছি ৷ আটকাতে পারেনি ৷ আগামী দিনেও আমাকে আটকাতে পারবে না ৷ যে ডাকাতগুলো নন্দীগ্রামে এসেছিল, তারা 17টা অঞ্চলের নাম বলতে পারবে না ৷ তাদের মালিক তো চণ্ডীপাঠ করতে গিয়ে ভুলভাল বকছে !"

প্রসঙ্গত, এদিন শুভেন্দু অধিকারীর কনভয় নন্দীগ্রামে ঢুকতেই তৃণমূলপন্থীরা জমায়েত করে 'গো ব্যাক' স্লোগান দেন ৷ অশান্তি যাতে না ছড়ায়, তা নিশ্চিত করতে তড়িঘড়ি মাঠে নামতে হয় পুলিশকে ৷ তবে, রাজনৈতিক তরজা চললেও এদিনের অনুষ্ঠান ঘিরে বড় কোনও অশান্তি হয়নি ৷ প্রসঙ্গত, তৃণমূলের থাকাকালীন শুভেন্দুর নেতৃত্বেই শহিদ দিবস পালন করত রাজ্য়ের শাসকদল ৷ এখন তিনি বিজেপি-তে চলে যাওয়ায় গেরুয়া শিবিরের অনুষ্ঠান হয় তাঁর নেতৃত্বে ৷ পালটা অনুষ্ঠান করে তৃণমূলও ৷

ABOUT THE AUTHOR

...view details