কাঁথি, 4 সেপ্টেম্বর: এখন প্রধানমন্ত্রীর দাবিদার 26 জন ৷ নেহরু ও জিন্নাহ দুজনেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে দেশ দুই ভাগ হয়েছিল ৷ আর এ বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশকে 26 টুকরো করা হবে ৷ বিরোধী জোট ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ করে এ কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির নতুন জেলা পার্টি অফিসের উদ্বোধন করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, "কেন্দ্রে এখন 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার রয়েছেন । আগে দুইজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জহরলাল নেহেরু ও মহম্মদ আলি জিন্নাহ । তাতে দেশ দুই ভাগ হয়েছিল । সে সময় দুজন প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার থাকায় ভারত বিভক্ত হয়েছে । আমরা কী বুদ্ধু নাকি ! দেশকে 26 টুকরো করে দেবে এরা প্রধানমন্ত্রী করার জন্য ।"
শুভেন্দুর কটাক্ষ, "এদের কে প্রধানমন্ত্রী হবে ? ফোরজি না থ্রিজি না টুজি ! ফোরজি হলে রাহুল গান্ধি হবেন । জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, রাহুল গান্ধি । থ্রিজি হলে ফারুক আব্দুল্লাহ হবেন । শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ । থ্রিজি হলে স্তালিন হবেন । করুণানিধি, স্তালিন, উদয়নিধি । আর টুজি যদি হয় তবে, মমতা ব্যানার্জি হবে ভাইপো হবে ৷"