নন্দীগ্রাম, 7 নভেম্বর : নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ নিশিকান্ত মণ্ডলকে খুন করিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা আবু তাহের ৷
নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় ভূমি উচ্ছেদ কমিটির অন্যতম নেতা ছিলেন নিশিকান্ত মণ্ডল । পরে তিনি খুন হন ৷ তাঁর মৃত্যুর জন্য সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন নন্দীগ্রাম-1 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা আবু তাহের ৷
আরও পড়ুন : Chingrihata Accident : চিংড়িহাটা মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
শনিবার নন্দীগ্রামের সোনাচূড়ায় আরেক আন্দোলনকারী রবীন দাসের স্মরণসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "তৎকালীন সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত মণ্ডলকে শুভেন্দু অধিকারী লোক লাগিয়ে খুন করিয়েছিলেন । কারণ, নিশিকান্ত যাতে তাঁর উপর উঠতে না পারেন ।" তাঁর আরও অভিযোগ, ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন শুভেন্দু ৷ আবু তাহেরের কথায়, "মৃত্যুর পর নিশিকান্ত মণ্ডলের পকেটে যে মোবাইল ছিল, সেখানে শেষ ফোন খুনিই করেছিল ৷ সেই নম্বর ধরে ওই ব্যক্তিকে খুঁজে বের করা যেত ৷ এই কথা শুভেন্দুকে বললেও তিনি আমার কথায় গুরুত্ব দেননি ৷ বলেন, 'তাহের আমাকে জ্ঞান দিচ্ছ ?' ফোন নিয়ে নেন ৷"
নিশিকান্ত মণ্ডল খুনে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন আবু তাহের শুভেন্দুকে উদ্দেশ্য করে আবু তাহেরের মন্তব্য, "জলে বাস করে কুমীরের সঙ্গে লড়াই করা যায় না ৷ আমি তাই আর প্রশ্ন করিনি ৷ এত বড় ভিলেন আমি আর দেখিনি ৷ দেখতে সুন্দর, মিষ্টি মিষ্টি কথা ৷ কিন্তু কেউ তাঁর উপরে উঠে যাওয়ার চেষ্টা করলেই তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করত ৷"
নন্দীগ্রাম আন্দোলনের সময় জেলায় তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেসময় তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলেন আবু তাহের । কিন্তু দীর্ঘ প্রায় 12 বছর পর এখন কেন তিনি এই সব কথা বলছেন ! তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন তুলেছেন নিশিকান্তর মণ্ডলের পরিবারের সদস্যরাও ৷