পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"যা বলতে হয় তা করতে নেই , যা করতে হয় তা বলতে নেই"

"আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, আর সবসময় থাকব । যা বলতে হয় তা করতে নেই । আর, যা করতে হয়, তা বলতে নেই । আমার মাথায় আছে কী করতে হবে ।" শুভেন্দুবাবু রামনগরের উন্নয়নমূলক কাজের বিষয়ে এই মন্তব্য করলেও, তাঁর এই মন্তব্যকে বর্তমান পরিস্থিততে বেশ ইঙ্গিতবহ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

By

Published : Nov 14, 2020, 7:01 PM IST

রামনগর, 14 নভেম্বর : ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলেন শুভেন্দু অধিকারীর । আজ পূর্ব মেদিনীপুরে অধিকারীদের বিরোধী গোষ্ঠী নামে পরিচিত অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে বন্ধু মহলের কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শুভেন্দু অধিকারী । সেখানে তিনি বলেন, "আমার রাজনৈতিক পরিচয় আছে , অনেক পদ আসে আর যায় । এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে, আমি তৃণমূল স্তরের মানুষের নির্বাচিত সমবায় কর্মী । কেউ যদি ভাবেন আমাকে মনোনয়ন করে বসানো হয়েছে তাহলে তা ভুল ।"

শুভেন্দুবাবু বলেন, "আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, আর সবসময় থাকব । যা বলতে হয় তা করতে নেই । আর, যা করতে হয়, তা বলতে নেই । আমার মাথায় আছে কী করতে হবে ।" উল্লেখ্য, শুভেন্দুবাবু রামনগরের উন্নয়নমূলক কাজের বিষয়ে এই মন্তব্য করলেও, তাঁর এই মন্তব্যকে বর্তমান পরিস্থিততে বেশ ইঙ্গিতবহ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।

কী বললেন শুভেন্দু অধিকারী ?

তিনি আরও বলেন, "নন্দীগ্রাম আন্দোলনের পরে 2008 সালে পঞ্চায়েতের আগে এমন কোনও অঞ্চল নেই , যেখানে কাউকে মাঠে নেমে প্রচার করতে দেখেছি । সেই সময় কখনও গোপনে বা কখনও প্রকাশ্যে আমি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি । আমি ভালো সময়ে কম আসি, খারাপ সময়ে শুভেন্দু আছে ।"

এই বিষয় রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, "সঠিক সময়ে আমরাও বুঝিয়ে দেব । আর আমি তিন বারের বিধায়ক । আমি কোনও দিন নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির আধিকারীকে ডেকে প্রচার করি না । দু'একবার অঞ্চলে ডেকেছিলেন । তবে আমার জেতার জন্য আমাকে ওঁরা সাহায্য না করলেও চলবে ।"

ABOUT THE AUTHOR

...view details