পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kanishk Panda Arrested: নন্দীগ্রামে ভোট মিটতেই শুভেন্দুর অনুগামী কণিষ্ক পণ্ডা গ্রেফতার - পঞ্চায়েতে নয়টি আসলনে জিতেছিল বিজেপি

শুভেন্দু অধিকারীর অত্যন্ত আস্থাভাজন হিসাবে পরিচিত কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল পুলিশ । কাঁথির বাড়ি থেকেই বুধবার তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ।

Etv Bharat
শুভেন্দুর অনুগামী কণিষ্ক পন্ডা গ্রেফতার

By

Published : Jul 12, 2023, 4:25 PM IST

Updated : Jul 12, 2023, 5:40 PM IST

নন্দীগ্রাম, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ মুহূর্তেই শুভেন্দু অধিকারী অনুগামী কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল মারিশদা থানার পুলিশ। জানা গিয়েছে, বুধবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন তিনি। আর সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ ।

শুভেন্দুর গড়ে প্রায় সব জেলা পরিষদেই ঘাসফুল ফুটেছে । মঙ্গলবার বিকালে দুটি ব্লকের 17টি গ্রাম পঞ্চায়েতের ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত দেখায় রাজ্যের বিরোধী দলনেতাকে । গ্রাম পঞ্চায়েতে নয়টি আসনে জিতেছে বিজেপি । আর জেলা পরিষদে দেখা গেল পাঁচটি আসনের মধ্যে সবকটিতেই এগিয়ে তৃণমূল ।

অন্যদিকে, ভোট মিটতেই ফিরিয়ে আনা হয়েছে 'ছুটি'তে থাকা নন্দীগ্রাম থানার আইসিকেও । আর ঘটনাচক্রে এদিনই গ্রেফতার করা হয়ে শুভেন্দু অধিকারীর অত্যন্ত আস্থাভাজন হিসাবেই পরিচিত কণিষ্ক পণ্ডাকে । জানা গিয়েছে, এদিন প্রায় 30 থেকে 35 জন পুলিশের এক বিশাল বাহিনী হঠাৎ কণিষ্ক পণ্ডার বাড়িতে হাজির হয়। তারপর পুলিশ তাঁকে বাইরে বেরতে বলে। তিনি বাড়ি থেকে বেরতে না-চাইলে, জোরজবরদস্তি বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ।
কণিষ্ক পণ্ডার তরফে অভিযোগ করা হয়েছে, বাড়ি থেকে তিনি বেরোতে না চাইলে রীতিমতো জোরজবরদস্তি করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ । এমনকী, কী কারণে তাঁকে গ্রেফতার করা হচ্ছে, তা পুলিশ আধিকারিকদের কাছে জানতে চাওয়া হলেও, কণিষ্ক পণ্ডার অভিযোগ, পুলিশ কোনও উত্তর না দিয়ে সোজা তাঁকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে। তবে কী কারণে এবং কোন মামলার প্রেক্ষিতে এদিন কণিষ্ককে গ্রেফতার করেছে পুলিশ, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে। সেই কোনও একটি মামলাতেই এদিন কাঁথি ও মারিশদা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার শেষ সময় থেকে 'দাদার অনুগামী' হিসেবে এই কণিষ্ক পণ্ডা তাঁর কার্যত ছায়াসঙ্গী হয়ে ওঠেন । এরপর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর কণিষ্ক পণ্ডাও বিজেপিতে আসেন । কিন্তু 21-সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় না আসায় কিছুটা হতাশা হয়ে পড়েছিলেন। এমনকী কার্যত ঘরবন্দি অবস্থাতেই থাকতেন কণিষ্ক পণ্ডা। বিজেপির বড় মিটিং, মিছিল ছাড়া তাঁকে ঘরের বাইরে বিশেষ দেখাও যেত না বলে জানাচ্ছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু এদিন আচমকা তাঁর বাড়িতে পুলিশি অভিযোন এবং তাঁকে গ্রেফতার করার পিছে অন্য কী সমীকরণ কাজ করছে তা অবশ্য বুঝতে পারছেন না বিজেপি নেতারা।

আরও পড়ুন: সবকটি জেলাপরিষদ আসনেই জয়ী তৃণমূল, আলিপুরদুয়ার হাতছাড়া বিজেপির

তবে পুলিশের এক আধিকারিক জানান, 2013 সালের পুরানো একটি মামলায় তাঁকে এদিন গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে কাঁথি মহাকুমা আদালতে পেশ করা হবে । পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর ফের পুলিশি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা । বেছে বেছে কেন বিরোধী দলের নেতা-কর্মীদের পুরনো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে তারা ।

Last Updated : Jul 12, 2023, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details