পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 15, 2022, 5:49 PM IST

ETV Bharat / state

Suvendu Criticises Mamata : গলায় গামছা দিয়ে হাঁসখালিতে গিয়ে ক্ষমা চেয়ে আসুন, মমতাকে আক্রমণ শুভেন্দুর

রাজ্যে মহিলাদের নিরাপত্তা ইস্যুতে এদিন ফের সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, করেছেন মুখ্যমন্ত্রীর সমালোচনা (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ।

suvendu adhikari on mamata banerjee
মমতাকে কটাক্ষ শুভেন্দুর

কাঁথি, 15 এপ্রিল: হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য তাঁর তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ৷ বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুক্রবার কাঁথিতে ভবতারিণী কালীমন্দিরে পুজো দেন শুভেন্দু ৷ বলেন, "হাঁসখালি থেকে কাকদ্বীপ, রাজ্য মহিলারা অত্যাচারিত হচ্ছেন, তাই তাঁদের মঙ্গল কামনায় পুজো দিলাম "৷ এরপরেই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব হন নন্দীগ্রামের বিধায়ক ৷ কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রীর ৷

আরও পড়ুন : শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডের তদন্তে এডিজি এবং আইজি

হাঁসখালির নাবালিকাকে নিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর যেন একটু সুমতি হয় ও তাঁর প্রশাসন যাতে মহিলাদের সুরক্ষা দিতে তৎপর হয়, সেই প্রার্থনা করলাম মায়ের কাছে ৷" তৃণমূলের দলীয় মুখপত্রে মুখ্যমন্ত্রীর একটি লেখা প্রকাশিত হয়েছে এদিন ৷ সেই প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, "আমি মুখ্যমন্ত্রীকে জানি, ওটা উনি লেখেননি ৷ কেউ লিখে দিয়েছেন ৷ " এরপরেই তাঁর কটাক্ষ, "হাঁসখালির বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে আসুন, বলুন ভুল করেছি ৷ উনি যে ভাষায় নাবালিকার সমালোচনা করেছিলেন, ওঁর মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন মুখ্যমন্ত্রী ৷ "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details