কাঁথি, 26 ফেব্রুয়ারি: রবিবারের পৌরভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে পুলিশ (BJP Leader Suvendu Adhikari Criticises Police) ৷ এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
রবিবার রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন ৷ ভোট পবে কাঁথি পৌরসভাতেও ৷ তার আগে শুক্রবার শুভেন্দু বলেন, কাঁথি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ । রাত 12টা থেকে 3 পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে পুলিশ ৷ অন্তত 100 বিজেপি কার্মকর্তার বাড়ি গিয়ে ভয় দেখিয়েছে পুলিশ ।"