পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Civic Polls 2022 : ভোটের আগে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, অভিযোগ শুভেন্দুর - BJP Leader Suvendu Adhikari Criticises Police

আগামী 27 ফেব্রুয়ারি কাঁথি-সহ রাজ্যের 108 পৌরসভায় নির্বাচন হওয়ার কথা (Bengal Civic Polls) ৷

Kanthi Civic Polls
ভোটের আগে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, অভিযোগ শুভেন্দুর

By

Published : Feb 26, 2022, 12:47 PM IST

কাঁথি, 26 ফেব্রুয়ারি: রবিবারের পৌরভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে পুলিশ (BJP Leader Suvendu Adhikari Criticises Police) ৷ এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

রবিবার রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন ৷ ভোট পবে কাঁথি পৌরসভাতেও ৷ তার আগে শুক্রবার শুভেন্দু বলেন, কাঁথি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ । রাত 12টা থেকে 3 পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে পুলিশ ৷ অন্তত 100 বিজেপি কার্মকর্তার বাড়ি গিয়ে ভয় দেখিয়েছে পুলিশ ।"

আরও পড়ুন : বনগাঁয় কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, থানায় বিক্ষোভ

ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর প্রসঙ্গও উঠে এসেছে শুভেন্দু অধিকারীর বক্তব্যে ৷ তিনি বলসেন, "আনিসের দাদা সাবির ভাইয়ের সঙ্গে কথা হয়েছে ৷ ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে আমি সব ব্যবস্থা করছি । " ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের পড়ুয়াদের প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের রাজ্য সরকারের চিন্তার কোনও বিষয় নেই ৷ ইউক্রেনের আটকে পড়া ভারতীয় দের বের করে আনবেন মোদিজি, যেমন ভাবে আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, ইসাই সকলকে বের করে এনেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details