পটাশপুর, 14 মে:এবার পঞ্চায়েত ভোট থেকেই বাংলার পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে পটাশপুরে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ আর সেখান থেকেই ফের একবার রাজ্যের শাসকদলের উদ্দেশে তোপ দাগেন তিনি ৷
অবশেষ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মতিরামপুর পেট্রোল পাম্প থেকে বাঙ্গুচক মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি। এরপর অস্থায়ী মঞ্চ বেঁধে সভা করে দল ৷ সেখানেই হাজির ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক এবং পটাশপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ৷ এছাড়াও কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত-সহ অন্যান্য নেতৃত্ব এদিন হাজির ছিলেন সভায়।
এদিন সভামঞ্চ থেকেই পুলিশকে একপ্রস্থ হুঁশিয়ারি দিলেন শুভেন্দু ৷ তিনি বলেন, "এই মমতার পুলিশ তৃণমূলকে বাঁচাতে পারবে না। আমি অনেক মাতব্বরকে সাইজ করেছি। এখানকার চুনোপুঁটিদের কী ওষুধ দিতে হবে তা আমার জানা আছে।" পাশাপাশি পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। তিনি আরও বলেন, "পটাশপুরের একটা ওসি আছে কী নাম তাঁর যেন ! তাঁর তো বাচ্চা বয়স এখনও কাটেনি। একেও আমি টাইট করে দিয়েছি। এর পুলিশ বাবা অমরনাথও তাঁকে বাচাঁতে পারবেন না।" পাশাপাশি ফের তিনি পটাশপুরের সিংদাতে সভা করবেন বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায়, "আপনারা ভয় পাবেন না। আমি রাস্তায় আছি। মিথ্যে মামলা দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। আমি যা বলি, ভেবে বলি, আর যা বলি, তা করে দেখাই। যেমন কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নন্দীগ্রামে হারিয়ে দেখিয়েছি। আপনারা প্রস্তুত থাকুন পঞ্চায়েতও আমরা জিতব। আর পঞ্চায়েতের ভোট দিয়ে বাংলার পরিবর্তন করতে হবে। জোর লড়াই করতে হবে।" এদিনের শুভেন্দু অধিকারীর পদযাত্রা এবং সভায় প্রায় দশ হাজার বিজেপি কর্মী-সমর্থকরা পা মিলিয়েছেন বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুন: মমতার সঙ্গে 'সব মিটে গেলেও' দ্য কেরালা স্টোরি নিয়ে অবস্থান বদলাচ্ছেন না শুভাপ্রসন্ন