কাঁথি, 10 অক্টোবর: দুর্নীতি মামলায় আবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)৷ শুক্রবারের পর সোমবার ফের কাঁথি থানায় হাজির হলেন তিনি । এ দিন সকাল 10:10-এ কাঁথি থানায় হাজির হন সৌমেন্দু অধিকারী । রাজ্যের বিরোধী দলনেতার ভাইয়ের বিরুদ্ধে কাঁথি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ।
গত শুক্রবার টানা 10 ঘণ্টা 10 মিনিট সৌমেন্দু অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন কাঁথি থানার তদন্তকারী অফিসাররা । কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকার সময় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । কখনও কাঁথি শহরে পথবাতি বসানোর নামে কোটি কোটি টাকার দুর্নীতি, পৌরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতি মামলা, সারদার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, ত্রিপল চুরি মামলা-সহ একাধিক দুর্নীতির অভিযোগে কাঁথি থানায় লিখিত দায়ের হয়েছিল । যদিও সৌমেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে 30 নভেম্বর পর্যন্ত রক্ষাকবচে আছেন । পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে পারবে, কিন্তু তাঁকে গ্রেফতার করতে পারবে না । এখনও পর্যন্ত কাঁথির দু'বারের পৌরপ্রধান সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা ।