নন্দীগ্রাম, 1 নভেম্বর : শুভেন্দু অধিকারী । জনপ্রিয়তার নিরিখে তৃণমূলের সুপ্রিমোর পরেই তাঁর অবস্থান বরাবরই নজর কেড়েছে । কিন্তু হঠাৎই লকডাউনের পর থেকে বেশ কয়েক মাস দল ও প্রশাসনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন নিজের থেকে । আর এর থেকেই শুভেন্দু অধিকারীকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল বিভিন্ন জল্পনা । গতকালই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে তার অনুগামীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, "যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন এইসব বাজারি সংবাদ উপেক্ষা করুন এবং নিজের কাজ নিজে করুন ।"
আর তারপরের দিনই অর্থাৎ আজ সেই নন্দীগ্রামেই দীর্ঘ কয়েক মাস সরকারি কর্মসূচি থেকে বিরত থাকার পর হলদিয়া উন্নয়ন পর্ষদের (HDA) তত্ত্বাবধানে নবনির্মিত পথবাতি উদ্বোধন করতে দেখা গেল মন্ত্রী শুভেন্দু অধিকারীকে । আর যা থেকেই ফের রাজনৈতিক মহলে তৈরি হল নতুন জল্পনা, তাহলে কি শুভেন্দু অধিকারী থাকছেন তৃণমূলই ?
আজ সন্ধ্যায় শুভেন্দুবাবু নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কেন্দামারী তিন নম্বর অঞ্চলের রামচক শিক্ষানিকেতনে হলদিয়া উন্নয়ন পর্ষদের পথবাতি উদ্বোধনের অনুষ্ঠানে যোগদান করেন । সেখানেই নন্দীগ্রামের হোসেনপুর ব্রিজ থেকে রাজারামচক সীমা বাঁধ হয়ে রাজারামচক শিক্ষা নিকেতন সংলগ্ন এলাকা বাতিস্তম্ভ দিয়ে আলোকিত করা হয় । প্রকল্পটি নির্মাণে 36 লাখ 42 হাজার 425 টাকা ব্যয় করা হয়েছে । এদিন শুভেন্দু বাবু রিমোট কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে নন্দীগ্রামে পথবাতি উদ্বোধন করে ফের হলদিয়াতে আরও একটি সরকারি কর্মসূচিতে যোগদানের জন্য রওনা দেন ।