পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামে সরকারি কর্মসূচিতে শুভেন্দু অধিকারী - নন্দীগ্রামের খবর

আজ সন্ধ্যায় শুভেন্দুবাবু নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কেন্দামারি তিন নম্বর অঞ্চলের রামচক শিক্ষানিকেতনে হলদিয়া উন্নয়ন পর্ষদের পথবাতি উদ্বোধনের অনুষ্ঠানে যোগদান করেন । আর যা থেকেই ফের রাজনৈতিক মহলে তৈরি হল নতুন জল্পনা, তাহলে কি শুভেন্দু অধিকারী থাকছেন তৃণমূলই ?

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

By

Published : Nov 1, 2020, 10:55 PM IST

নন্দীগ্রাম, 1 নভেম্বর : শুভেন্দু অধিকারী । জনপ্রিয়তার নিরিখে তৃণমূলের সুপ্রিমোর পরেই তাঁর অবস্থান বরাবরই নজর কেড়েছে । কিন্তু হঠাৎই লকডাউনের পর থেকে বেশ কয়েক মাস দল ও প্রশাসনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন নিজের থেকে । আর এর থেকেই শুভেন্দু অধিকারীকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল বিভিন্ন জল্পনা । গতকালই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে তার অনুগামীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, "যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন এইসব বাজারি সংবাদ উপেক্ষা করুন এবং নিজের কাজ নিজে করুন ।"

আর তারপরের দিনই অর্থাৎ আজ সেই নন্দীগ্রামেই দীর্ঘ কয়েক মাস সরকারি কর্মসূচি থেকে বিরত থাকার পর হলদিয়া উন্নয়ন পর্ষদের (HDA) তত্ত্বাবধানে নবনির্মিত পথবাতি উদ্বোধন করতে দেখা গেল মন্ত্রী শুভেন্দু অধিকারীকে । আর যা থেকেই ফের রাজনৈতিক মহলে তৈরি হল নতুন জল্পনা, তাহলে কি শুভেন্দু অধিকারী থাকছেন তৃণমূলই ?

কী বললেন শুভেন্দু অধিকারী?

আজ সন্ধ্যায় শুভেন্দুবাবু নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কেন্দামারী তিন নম্বর অঞ্চলের রামচক শিক্ষানিকেতনে হলদিয়া উন্নয়ন পর্ষদের পথবাতি উদ্বোধনের অনুষ্ঠানে যোগদান করেন । সেখানেই নন্দীগ্রামের হোসেনপুর ব্রিজ থেকে রাজারামচক সীমা বাঁধ হয়ে রাজারামচক শিক্ষা নিকেতন সংলগ্ন এলাকা বাতিস্তম্ভ দিয়ে আলোকিত করা হয় । প্রকল্পটি নির্মাণে 36 লাখ 42 হাজার 425 টাকা ব্যয় করা হয়েছে । এদিন শুভেন্দু বাবু রিমোট কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে নন্দীগ্রামে পথবাতি উদ্বোধন করে ফের হলদিয়াতে আরও একটি সরকারি কর্মসূচিতে যোগদানের জন্য রওনা দেন ।

আরও পড়ুন : শুভেন্দুকে গেরুয়া শিবিরে আমন্ত্রণ সৌমিত্র খাঁর

নন্দীগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে আজ পরিবহনমন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল রাজ্য সরকারের কাজের ভুয়সি প্রশংসা । বলেন, "2011 সালে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে হলদিয়া উন্নয়ন পর্ষদ নন্দীগ্রামের 17 টি অঞ্চল জুড়ে ধারবাহিকভাবে যে বহুমুখী উন্নয়নমূলক কাজ করছে, সেই কাজে সংযোজিত হল এই পথবাতি । মাসে মাসে এই পথবাতির জন্য প্রয়োজনীয় বিলের টাকা হলদিয়া উন্নয়ন পর্ষদ দেবে।"

পাশাপাশি তিনি বলেন, "এই এলাকায় আমার অনেক দিনের যাতায়াত । হয়ত প্রতিদিন, প্রতি সপ্তাহে আমাকে পাওয়া যায় না । কিন্তু আমার দায়িত্ব বোধ আছে, যে কখন কখন আসতে হয় । কখন মানুষের কাছে পৌঁছাতে হয় ।" দুই নন্দীগ্রাম-সহ চন্ডীপুর ও নন্দকুমার ব্লকের জন্য ঘোষিত পানীয়জল প্রকল্পের কাজও দ্রুত মিটবে বলে আজ ঘোষণা করেন মন্ত্রী । আজকের অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সহসভাপতি বিধায়ক ফিরোজা বিবি, উন্নয়ন পর্ষদের প্রশাসক পি হরিশঙ্কর সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details