পটাশপুর, 6 নভেম্বর: "মেদিনীপুরের মাটিতে এসে যতই আমাকে গালাগালি করবে বিজেপি তত ভোট বেশি পাবে", তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ প্রসঙ্গে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিধানসভার মংলামাড়োতে একটি দলীয় সভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attacks TMC and WB Govt) ৷
এদিন শুভেন্দুর কটাক্ষ, "ভিখারি সরকার ৷ তারা হালফনামা দিয়ে বলছে আমরা ভিখারি । তাই দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রোজগার বৃদ্ধি করতে নতুন পন্থা অবলম্বন করছে । ট্রাফিক পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে জরিমানার কয়েকগুণ বৃদ্ধি করে রাজ্যের আয় বাড়াতে। ট্রাফিক আইন অমান্য করলে অবশ্যই সেই ব্যক্তির জরিমানা অথবা যোগ্য শাস্তি হওয়া উচিত। কিন্তু শাস্তির মাত্রায় সামঞ্জস্য বজায় রাখতে হবে তেমনটাই ন্যায্য। হেলমেট না-পরা নিশ্চয় সমর্থনযোগ্য নয় । কিন্তু এই অপরাধে 6 হাজার টাকা ফাইন! কি মাত্রাতিরিক্ত নয় ? ট্রাফিক পুলিশ বিভাগের বোঝা উচিত এই ভাবে উপার্জন বাড়ানোর চেষ্টা করে সরকারের দেউলিয়াপনা মেটানো কোনওভাবেই সম্ভব হবে না । সাধারণ মানুষের উপর বোঝা চাপালে কিন্তু হিতে বিপরীত হতে পারে । তার ফল কিন্তু তাদেরকেই ভোগ করতে হবে ।"