কাঁথি, 5 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সোমবার কাঁথি জনমঙ্গল সমিতিতে বিজেপি'র কাঁথি সাংগঠনিক জেলার তরফ থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করা হয় ৷ সেই অনুষ্ঠান শেষে রাজ্যের সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises WB Govt) ৷ বলেন, "চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম স্কুল সিলেবাসে রাখা হয়েছে ৷"
পাশাপাশি তাঁর আরও কটাক্ষ,"শিক্ষাক্ষেত্র থেকেও কাটমানি নেওয়া হচ্ছে ৷ ওই টাকা কেন্দ্র সরকার পাঠায় ৷ এটা আমাদের লজ্জা ৷ কাটমানির কারণেই রাজ্য সরকার যে স্কুল ব্যাগ দেয় তা 6 মাসের বেশি যায় না ৷ স্কুল ড্রেসের মানও খুবই নিম্নমানের । জুতোও পায়ে হয় না ৷ শিক্ষক দিবসের দিন আজ চাকরি প্রার্থীরা রাস্তায়, তাদের আন্দোলনকে সমর্থন জানাই ।"
আরও পড়ুন: মানুষ খারাপ হয় সঙ্গদোষ ও অবসাদে, নাম না করে পার্থ প্রসঙ্গে মমতা