পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারদার FIR থেকে নাম খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু - কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

CBI-র দায়ের করা FIR-কে অবৈধ ঘোষণা করে নিজেদের নাম খারিজ করার দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অপরূপা ও ইকবাল ৷ সেই মামলার শুনানি চলছে বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চে ৷ এবার নিজের নাম খারিজের আবেদন জানালেন শুভেন্দু অধিকারী ।

হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

By

Published : Nov 13, 2019, 9:41 PM IST

কলকাতা, 13 নভেম্বর : নারদা স্টিং অপারেশন মামলায় নাম জড়িয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৷ মামলা থেকে নিজের নাম খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি ৷ নারদা মামলার FIR-এ শুভেন্দুর নাম রেখেছিল CBI ।

নারদা কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতানেত্রীদের টাকা নেওয়ার ভিডিয়ো ফুটেজ (যার সত্যতা তদন্ত সাপেক্ষ) প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে CBI ৷ এই ভিডিয়োতে অপরূপা পোদ্দার, ইকবাল আহমেদ সহ রাজ্যের শাসকদলের একাধিক নেতানেত্রীদের টাকা নিতে দেখা গিয়েছিল ৷ যাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারীও ৷

CBI-র দায়ের করা FIR-কে অবৈধ ঘোষণা করে নিজেদের নাম খারিজ করার দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অপরূপা ও ইকবাল ৷ সেই মামলার শুনানি চলছে বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চে ৷ এবার নিজের নাম খারিজের আবেদন জানালেন শুভেন্দু ৷

মামলার শেষ শুনানিতে CBI-র তরফে আইনজীবী আদালতকে জানান, অ্যামেরিকা ও গুজরাতের গান্ধিনগর থেকে এখনও ভিডিয়ো ফুটেজের ফরেনসিক রিপোর্ট আসেনি ৷ নারদা স্টিং অপারেশনের আসল ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে । CBI-এর হাতে যে ফুটেজটি এসেছে, সেটির সত্য-মিথ্যা যাচাই করতে পাঠানো হয়েছে বিদেশে ৷

অন্যদিকে, গুজরাতের গান্ধিনগরে কণ্ঠস্বর পরীক্ষার জন্য যে নথি পাঠানো হয়েছিল, সেই রিপোর্টও এখনও আসেনি ৷ যদিও অভিযুক্ত বিধায়ক, সাংসদদের হেপাজতে নেওয়ার প্রক্রিয়া CBI শুরু করতে চলেছে বলে হাইকোর্টে জানান তাদের আইনজীবী ৷ সেই মতো, CBI দপ্তরে একাধিক সাংসদ ও বিধায়ককে তাঁদের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ শুভেন্দুও দপ্তরে এসে নমুনা দিয়ে গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details