মহিষাদল, 16 ডিসেম্বর: স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন ছিল বুধবার। এদিন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে এসে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মল্লিক-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে নাম না-করে বলেন (Suvendu Adhikari Alleges TMC Again), " আমার এমপি কোটা থেকে 7 শতাংশ করে এদের কমিশন দিতে হত। " পাশাপাশি তিনি আরও বলেন, " আজকে এখানে কিছু ল্যাম্পপোস্ট মন্ত্রীরা এসেছিলেন। "
শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, "পূর্ব মেদিনীপুর কেন সারা বাংলা জানে। সে তো বাচ্চা, তার বাপকে আমি তৃণমূলের ঝাণ্ডা ধরিয়ে ছিলাম। তার বাপ-সহ তার পুরো পরিবারকে আমি তৃণমূলের ঝাণ্ডা ধরিয়ে ছিলাম । আর কাটমানির কথা বলছে, সে তো অনেকগুলি দফতরের মন্ত্রী ছিল। সে আরও ভাল বলতে পারবে ৷"