পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: পঞ্চায়েতের রায়ে জনমত প্রতিফলিত হয়নি, অভিযোগ শুভেন্দুর - তৃণমূল কংগ্রেস

মঙ্গলবার সকাল থেকে গণনা শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের ৷ অধিকাংশ আসনে জিতেছে তৃণমূল ৷ কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করেন, এই রায়ে জনমত প্রতিফলিত হয়নি ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

By

Published : Jul 11, 2023, 9:08 PM IST

Updated : Jul 11, 2023, 10:32 PM IST

অভিযোগ শুভেন্দুর

কলকাতা, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু এই জয় জনমতের প্রতিফলন নয় ৷ এমনটাই মনে করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের চিত্র মোটামুটি স্পষ্ট হওয়ার পর এই কথা বলেছেন তিনি ৷ এ দিন সন্ধ্যার দিকে এক সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি এই ভোট মানি না ৷ এই ফল মানুষের ফল নয় ৷ অবৈধ নির্বাচন ৷’’

2019 সালের লোকসভা নির্বাচন থেকে পশ্চিমবঙ্গে ভালো ফল করছে বিজেপি ৷ তাই পঞ্চায়েত ভোটে বিজেপির ফল কেমন হবে, সেই দিকেই নজর ছিল বঙ্গবাসীর ৷ মনোনয়ন পর্ব থেকে ভোটের দিন, একাধিক জায়গায় হিংসার অভিযোগ উঠেছে ৷ বিরোধীরা এই নিয়ে কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ৷ সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী ৷

2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ এ দিন সেই প্রসঙ্গও শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে ৷ তিনি বলেন, ‘‘আমার পার্টি আমাকে বিধানসভা নির্বাচনে অগ্নিপরীক্ষায় নামিয়েছিল ৷ তাতে আমি সফল হওয়ার জন্য পার্টি আমার উপর ভরসা রেখে বিরোধী দলনেতা করেছে ৷ সেই কারণে প্রশাসন থেকে মিডিয়ার সহযোগিতা পেয়েছি ৷’’

আরও পড়ুন:গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড়, জনতাকে কৃতজ্ঞতা অভিষেকের; দ্বিতীয় স্থানে বিজেপি

রাজ্যের অন্যান্য অংশের বিজেপি নেতা-কর্মীরা সেই সুবিধা পাননি বলেই মনে করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ সেই কারণে লড়তে চাইলেও অনেকে লড়াই করতে পারেননি বলে তাঁর মত ৷ তিনি বলেন, ‘‘অন্যরা সেই সুবিধা পাননি ৷ কিন্তু তাঁদের লড়াই করার মানসিকতা ছিল ৷ তারা প্রতিকূল পরিস্থিতি থাকার জন্য লড়তে পারেননি ৷ তার মানে এটা জনমত নয় ৷’’

কেন জনমত নয় ? সেই ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, যে সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা ছিল না, যেখানে ভোট শেষ হওয়ার পর প্রার্থীদের সই ছিল না ৷ আদালতের উচিত সেই ভোট বাতিল করে হাজার হাজার বুথে গণনাকে অবৈধ ঘোষণা করা ৷ তার পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে 355 ধারা জারি করে এক ভোট করানো ৷ তাহলে সব জায়গায় নন্দীগ্রাম বা সাগরদিঘির মতো ফলাফল হবে ৷

তৃণমূলকে নিশানা করে শুভেন্দু আরও জানিয়েছেন, কংগ্রেস ও সিপিএমও ভাবত তাদের কেউ হারাতে পারবে না ৷ তৃণমূলও তাই ভাবছে ৷ তাই তিনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে পুলিশ সরিয়ে নিলে তৃণমূলকে হারানো সম্ভব ৷ তিনি বলেন, ‘‘পিসি-ভাইপোর কাছ থেকে পুলিশকে কেড়ে নিয়ে গণতান্ত্রিকভাবে গঙ্গায় ফেলতে বেশি সময় লাগবে না ৷’’

আরও পড়ুন:নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি

এ দিন পঞ্চায়েতে তৃণমূলের ফল নিয়ে টুইট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই নিয়ে বিরোধীদের কটাক্ষও করেছেন ৷ সেই নিয়ে শুভেন্দু অধিকারীর এক বাক্যের জবাব, ‘‘লজ্জা লাগে না টুইট করতে ৷’’

Last Updated : Jul 11, 2023, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details