এগরা, 17 মে:মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলকে সরবরাহ করার জন্যই এগরায় বোমা তৈরি হচ্ছিল ৷ বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে এমনই অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সাহাড়া অঞ্চলের খাদিকুলে তিনি আজ মৃতদের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ সেখানে গিয়ে তিনি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন ৷ এগরার বিস্ফোরণকাণ্ডের এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি ৷ এ ছাড়াও মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ারও আবেদন জানান শুভেন্দু অধিকারী ৷
সোমবার এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল গেরুয়া শিবির ৷ ওই কারখানায় শাসকদলের জন্য বোমা তৈরি হচ্ছিল বলে দাবি করে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল বিজেপি ৷ এই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আজ এগরায় গিয়ে সেই দাবিই আরও জোরালো ভাবে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
সকালে কলকাতা হাইকোর্টে এগরার ঘটনার এনআইএ তদন্তের দাবিতে মামলা করার পর এগরায় গিয়েও তিনি এই দাবিতে সরব হন ৷ শুভেন্দুর অভিযোগ, রাজ্য পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রীয় ফরেন্সিক দলের তদন্ত শুরু করা উচিত ৷ পাশাপাশি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ আর এই দুই দাবিতে দু-একদিনের মধ্যে এগরায় বিজেপি মহামিছিল করবে বলে ঘোষণা করেন তিনি ৷