কলকাতা ও কাঁথি, 19 জুলাই : কিছু নেতা অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখালে বিজেপি পশ্চিমবঙ্গে 170 পেরতে পারত ৷ গত বিধানসভা নির্বাচনে প্রকাশে ফলাফলের পর্যালোচনা করতে গিয়ে একথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ নির্বাচন পরবর্তী এই প্রথম তিনি এ-নিয়ে প্রকাশ্য কথা বললেন শুভেন্দু ৷
নিজের জেলায় চণ্ডীপুরে রবিবার একটি দলীয় বৈঠক করেন শুভেন্দু ৷ সেখানেই তিনি দাবি করেন, অতিরিক্ত অহঙ্কার এবং আত্মবিশ্বাস অন্ধ করে দিয়েছিল ৷ বাস্তবের সমস্যাগুলি তাই চোখেই পড়েনি দলীয় নেতাদের ৷ বলেন, "আমরা প্রথম দু'টি দফায় আমাদের ভাল অবস্থা ছিল ৷ তারপরই আমাদের বেশ কিছু নেতারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন ৷ তাঁরা এতেই ভেবে বসলেন 170 থেকে 180টি আসন আমরা পাচ্ছি-ই ৷ কিন্তু হোমওয়ার্কটা সারলেন না ৷ তাতেই আমাদের ভীষণ মূল্য দিতে হল ৷"
বৈঠকে শুভেন্দু স্পষ্ট জানান, শুধু জয়ের লক্ষ্য স্থির করলেই হয় না, তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ-ও ভীষণ জরুরি ৷