এগরা, 28 জুলাই : জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি ৷ অশান্তি মেটাতে গ্রামের মাতব্বরদের সালিশি সভা ৷ সেখানে নিদান দেওয়া হয় এক লাখ টাকা জরিমানা দিতে হবে ৷ সেইসঙ্গে নানাভাবে অপমান করা হয় ৷ যা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এক পান চাষি ৷ অভিযোগ পরিবারের ৷ পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কামারডিহা গ্রামের ঘটনা ৷ পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ না জানানো হলেও পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷
বাড়ির বড় ছেলে বৃন্দাবন প্রধান । তাঁর ঠাকুরদা তাঁকে একটি জমি দান করেছিলেন । ঠাকুরদা জমি দেওয়ায় বৃন্দাবনের বাবা রমানাথ প্রধান তাঁকে আর চাষের জন্য জমি দেননি । তিনি তাঁর সব জমি বাকি দু'ছেলেকে দান করেন ৷ অভিযোগ, ঠাকুরদার দেওয়া ওই জমি গ্রামের মাতব্বরদের সাহায্য নিয়ে বলপূর্বক দখল করে রেখেছিলেন তাঁর দুই ভাই বীরেন ও বরেন প্রধান ৷ নানাভাবে তাঁদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করলেও বীরেন ও বরেন রাজি হননি ৷ ছোট্ট একটি জমিতে কোনও রকমে পান চাষ করে সংসার চালাতেন বৃন্দাবন ৷ সংসার চালাতে ইদানিং ধার দেনাও হয়েছিল তাঁর । শেষমেষ উপায় না দেখে নিজের জমির বলপূর্বক দখল নিয়েছিলেন । এরপরেই দু'ভাই ও বাবা এর বিচার চান ৷ সেই মর্মে সালিশি সভা বসে ৷