পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাখ টাকা জরিমানার নিদান সালিশি সভায়, এগরায় আত্মঘাতী পান চাষি

সালিশি সভার নিদান, দিতে হবে লাখ টাকা জরিমানা ৷ সেই সঙ্গে নিজের নামের সম্পত্তি করে দিতে হবে বাবার নামে ৷ যা মেনে নিতে না পেরে আত্মঘাতী হন এগরার পান চাষি বৃন্দাবন প্রধান ৷ অভিযোগ পরিবারের ৷

ছবিটি প্রতীকী

By

Published : Jul 28, 2019, 11:43 PM IST

এগরা, 28 জুলাই : জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি ৷ অশান্তি মেটাতে গ্রামের মাতব্বরদের সালিশি সভা ৷ সেখানে নিদান দেওয়া হয় এক লাখ টাকা জরিমানা দিতে হবে ৷ সেইসঙ্গে নানাভাবে অপমান করা হয় ৷ যা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এক পান চাষি ৷ অভিযোগ পরিবারের ৷ পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কামারডিহা গ্রামের ঘটনা ৷ পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ না জানানো হলেও পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

বাড়ির বড় ছেলে বৃন্দাবন প্রধান । তাঁর ঠাকুরদা তাঁকে একটি জমি দান করেছিলেন । ঠাকুরদা জমি দেওয়ায় বৃন্দাবনের বাবা রমানাথ প্রধান তাঁকে আর চাষের জন্য জমি দেননি । তিনি তাঁর সব জমি বাকি দু'ছেলেকে দান করেন ৷ অভিযোগ, ঠাকুরদার দেওয়া ওই জমি গ্রামের মাতব্বরদের সাহায্য নিয়ে বলপূর্বক দখল করে রেখেছিলেন তাঁর দুই ভাই বীরেন ও বরেন প্রধান ৷ নানাভাবে তাঁদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করলেও বীরেন ও বরেন রাজি হননি ৷ ছোট্ট একটি জমিতে কোনও রকমে পান চাষ করে সংসার চালাতেন বৃন্দাবন ৷ সংসার চালাতে ইদানিং ধার দেনাও হয়েছিল তাঁর । শেষমেষ উপায় না দেখে নিজের জমির বলপূর্বক দখল নিয়েছিলেন । এরপরেই দু'ভাই ও বাবা এর বিচার চান ৷ সেই মর্মে সালিশি সভা বসে ৷

অভিযোগ, দিন সাতেক আগে সালিশি সভা বসে ৷ নলিনী গিরি (গ্রাম্য কমিটির সম্পাদক), গোবিন্দ দুয়ারি (গ্রাম্য কমিটির সভাপতি) ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আরও কয়েকজন 'মাতব্বর' ৷ সেখানে বলা হয়, ভাইদের একলাখ টাকা জরিমানা দিতে হবে । আর সম্পত্তি লিখে দিতে হবে বাবা রামনাথ প্রধানের । সভায় তাঁকে অপমানও করা হয় । পরিবারের অভিযোগ, অপমান সহ্য করতে না পেরে 20 জুলাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃন্দাবন । তড়িঘড়ি এগরা হাসপাতালে ভরতি করা হয় । দু'দিন আগে অবস্থার অবনতি হয় । স্থানান্তরিত করা হয় কলকাতার SSKM হাসপাতালে । আজ সেখানেই তাঁর মৃত্যু হয় ।

সালিশি সভা বসানোর কথা স্বীকার করলেও গ্রাম্য কমিটির সভাপতি জানিয়েছেন, কোনও নিদান দেওয়া হয়নি । দু'পক্ষের সমঝোতার কথাই বলা হয়েছিল ।

এবিষয়ে এগরা থানার OC রবি গ্রাহিকার বলেন, "পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details