পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা" BJP-কে কটাক্ষ শুভেন্দুর - loksabha election

"এক দেশপ্রেম, মানুষের আবেগ আর দুই হিন্দুত্ব, মানুষের আস্থা। তাই এই দুই বিষয়কে হাতিয়ার করেই আসন্ন নির্বাচনে মাঠে নামতে চাইছে BJP। " আজ পাঁশকুড়ার নারায়ণদিঘিতে দলীয় কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে BJP-কে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী

By

Published : Mar 3, 2019, 11:48 PM IST

পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), ৩ মার্চ : "বিগত সাড়ে চার বছরে BJP কোনও কাজ করতে পারেনি। আসন্ন লোকসভা নির্বাচনে তাই BJP-র হার নিশ্চিত। তার সিগন্যাল দিয়েছে পাঁচ রাজ্য (রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা, মিজোরাম এবং ছত্তিশগড়)-এর বিধানসভা নির্বাচন। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গোরক্ষপুর আসনে উপ নির্বাচনেও জিতেছেন সমাজবাদী পার্টির প্রার্থী। মানুষের কাছে এদের কোনও অস্তিত্ব নেই। গত ১৫ বছর ধরে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে BJP ক্ষমতায় ছিল। কিন্তু এবার আর ধরে রাখতে পারেনি। এই পরিস্থিতিতে এখন দলের সামনে দুটোই রাস্তা। এক দেশপ্রেম, মানুষের আবেগ আর দুই হিন্দুত্ব, মানুষের আস্থা। তাই এই দুই বিষয়কে হাতিয়ার করেই আসন্ন নির্বাচনে মাঠে নামতে চাইছে BJP। " আজ পাঁশকুড়ার নারায়ণদিঘিতে দলীয় কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে BJP-কে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, "উত্তরপ্রদেশে গতবার মাত্র ৩১ শতাংশ ভোট পেয়েছিল BJP। SP ২৫ শতাংশ, BSP ২০ শতাংশ, কংগ্রেস ১২ শতাংশ ভোট পেয়েছিল। অর্থাৎ এবার যদি মায়াবতী ও অখিলেশ একজোট হয় তাহলেই তো BJP শেষ। উত্তরপ্রদেশে ৮০ তে শূন্য। তাই আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। সকালে নাথুরাম গডসের মূর্তিতে মাল্যদান করে আর বিকেলে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করে। এটাই BJP-র দেশপ্রেমের নমুনা। আর ভোট এলেই তোলে রামমন্দিরের কথা।"

তৃণমূল থেকে BJP-তে যাঁরা যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ করে বলেন, "BJP আমাদের দুই একটি আবর্জনা কুড়িয়েছে। এঁদের আমরা ব্লিচিং, ফিনাইল দিয়ে বাড়ি পরিষ্কার করে বাড়ির বাইরে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। মানুষের কাছে এঁদের কোনও বিশ্বাসযোগ্যতাও নেই, গ্রহণযোগ্যতাও নেই। তাই BJP-র বিরুদ্ধে আমাদের কিছুই করতে হবে না। এঁদের সামলাতেই BJP-র ঘাম ছুটে যাবে"

সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন সৌমেন মহাপাত্র, ফিরোজা বিবি, নন্দকুমার মিশ্র, সইদুল ইসলাম খান, জইদুল ইসলাম খান, সুমনা মহাপাত্র এবং শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল প্যারিয়াল।

ABOUT THE AUTHOR

...view details