পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raksha bandhan : অনাথ শিশু ও প্রবীণদের নিয়ে রাখিবন্ধনে মাতলেন মহকুমা শাসক - West Bengal Youth Welfare and Sports Department

গতকাল সকাল থেকেই রাখিবন্ধন উৎসবে চারিদিকে চলেছে রং বেরংয়ের রাখির মেলা। উৎসব পালনে বিভিন্ন ধরনের রাখি দেখতে পাওয়া গিয়েছে গতকাল। কোথাও ফুলের রাখি তো কোথাও রাজনীতির রং দেওয়া রাখি। পূর্ব মেদিনীপুরের ছবিটা বেশ আলাদা ৷ বিশেষভাবে সক্ষম, অনাথ শিশু ও বয়স্কদের নিয়ে রাখিবন্ধন উৎসবে মেতে উঠলেন কাঁথির মহকুমা শাসক ৷

Raksha bandhan
কাঁথির মহকুমা শাসক

By

Published : Aug 23, 2021, 2:57 PM IST

কাঁথি, 23 অগস্ট : গতকাল দেখতে পাওয়া গিয়েছে রাস্তায় রাস্তায় রাজনৈতিক দলের তরফ থেকে রাখিবন্ধন উৎসব পালন করতে। পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়েছে। কিন্তু এই উৎসবের ভিড়ে কোথাও ওরা যেন খানিক আলাদা ! ওরা হচ্ছে আর কেউ নন ! অবহেলিত বয়স্করা, বিশেষভাবে সক্ষম ও অনাথ শিশুরা।

তাঁরা সকলেই যেন বর্তমান সমাজ থেকে অনেক দূরে রয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন ও আলাদারপুট বিবেকনন্দ লোক শিক্ষা নিকেতনের ব্যবস্থাপনায় পালিত হল রাখিবন্ধন উৎসব ৷ অনুষ্ঠানটি বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতনের গৃহকক্ষে আয়োজন করা হয়েছিল ৷

সভায় উপস্থিত ছিলেন কাঁথির মহকুমা শাসক আদিত্যবিক্রম মোহন হিরানি, কাঁথি 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মহকুমা যুব আধিকারিক ৷ এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিকরা ও হোমের পরিচালকরা ৷

রাখি বন্ধনে মাতলেন মহকুমা শাসক

আরও পড়ুন : TMC Rakhi: বাংলা ভাগ করবেন না, বিজেপি নেতাকে রাখি পরিয়ে আর্জি তৃণমূলের

এইদিন মহকুমা শাসক হিরানি বলেন, "আমাদের মহকুমায় এমন একটা সংস্থা আছে জেনেছিলাম। এসে দেখলাম মায়েরা, বোনেরা এবং ফুলের মতো এই ছোট ছোট শিশুরা এখানে কি সুন্দর আছে। এদের সব দায়িত্ব প্রশাসন নিয়েছে। ওদের যা দরকার আমরা সবরকমভাবে দেওয়ার চেষ্টা করব এবং যাতে সরকারি সাহায্য পায় তারও ব্যবস্থা করব। এমন একটা শুভ দিনে ওদের হাত থেকে রাখি পরে ও পরিয়ে বেশ ভাল লাগল।"

ABOUT THE AUTHOR

...view details