পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শতাধিক সারমেয়কে খাওয়াল কলেজ পড়ুয়ারা - corona

পাঁশকুড়া শহরের শতাধিক সারমেয়কে লকডাউন চলাকালীন প্রতিদিন খেতে দেওয়ার উদ্যোগ নিল কয়েকজন পড়ুয়ারা

শতাধিক সারমেয়কে খাওয়াল কলেজ পড়ুয়ারা
শতাধিক সারমেয়কে খাওয়াল কলেজ পড়ুয়ারা

By

Published : Mar 30, 2020, 5:05 PM IST

পাঁশকুড়া, 30 মার্চ : লকডাউনের জেরে বন্ধ সমস্ত রাস্তাঘাট থেকে দোকান-পাট সব কিছু । সরকারি ও বেসরকারি উদ্যোগে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী । কিন্তু সব বন্ধ থাকায় কঠিন খাদ্য সংকটের সম্মুখীন রাস্তার সারমেয়রা । মূলত হোটেলের উদ্বৃত্ত খাবার খেয়ে প্রাণ বাঁচত ওদের । কিন্তু লকডাউনের জেরে পাঁশকুড়া শহরের সমস্ত হোটেল বন্ধ থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি । এবার তাই সারমেয়দের দুরবস্থার কথা ভেবে সাত জন কলেজ পড়ুয়া তাঁদের নিজেদের সঞ্চিত অর্থ খরচ করে, বাইকে ঘুরে ঘুরে খাওয়ার খাওয়ালো প্রায় শতাধিক সারমেয়কে ।

পাঁশকুড়া পুরাতন বাজারের বাসিন্দা কলেজ পড়ুয়া দেবব্রত চক্রবর্তী, অতনু সি, বাপি মণ্ডল সহ সাত জন গতকাল মধ্য রাতে বাইকে করে খাওয়ার নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সারমেয়দের খেতে দেন । ওদেরকে খাওয়ানোর জন্য সন্ধেয় বাড়িতে রান্না করা হয় ভাত ও তরকারি । এরপর সমস্ত খাওয়ার বালতিতে করে নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা । শহরের একাধিক জায়গা যেমন থানা মোড়, মেচোগ্রাম, স্টেশন, হাসপাতাল মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে পথের সারমেয়গুলির মুখে খাওয়ার তুলে দেয় । আর এই লকডাউন চলাকালীন পথের সারমেয়দের খাবার পৌঁছে দিতে পেরে খুশি পড়ুয়ার দল। তাঁরা জানিয়েছে আগামী দিনে এই কাজ চালিয়ে যাবেন তাঁরা ।

এই বিষয়ে কলেজ পড়ুয়া দেবব্রত চক্রবর্তী বলেন, "মানুষ সরকারি ও বেসরকারি উদ্যোগে কোনও না কোনও ভাবে লকডাউনের দিনগুলিতে খাদ্য পাবে । মানুষ পথে না বের হওয়ায় ও সমস্ত হোটেল বন্ধ থাকায় খাবারের অভাবে পথের কুকুরগুলি অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে । তাই সাতজন আলোচনা করে নিজেদের সঞ্চিত টাকা খরচ করে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি । আমাদের বাবা-মা এই কাজে সহযোগিতা করেছেন । ওদের মুখে খাবার তুলে দিতে পেরে আমরা খুশি । বাকি দিনে ওদের খাবার পৌঁছে দিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details