কাঁথি, 12 নভেম্বর : রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রশান্ত কিশোর । দলের মধ্যে দূরত্ব ঘোচাতে তাঁর আগমন বলে সূত্র মারফত জানা গেছে । জানা গেছে, প্রশান্ত কিশোর এসে প্রথমে সাংসদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন । মন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়িতে অনুপস্থিত থাকায় ফোনে কথা হয় তাঁর সঙ্গে ।
আজ সন্ধেয় কাঁথিতে শুভেন্দুর বাড়ি "শান্তিকুঞ্জ"-এ আসেন পি কে । মন্ত্রীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীও বাড়িতে অনুপস্থিত ছিলেন সেই সময় । কিন্তু শিশির অধিকারীর সঙ্গে প্রশান্ত কিশোরের বেশ কিছুক্ষণ ধরে কথা হয়েছে বলে জানা গেছে । পি কে-র সঙ্গে ফোনে রাজনৈতিক কোনও কথা মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যেন্দু অধিকারীর হয়নি বলে জানা যায় ।