পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: শারীরিক অক্ষমতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার নির্বাচনে লড়ছেন শম্ভু - সিপিএম প্রার্থী শম্ভু ভাঙ্গী

পঞ্চায়েত নির্বাচনে এবারের সিপিএম প্রার্থী শম্ভু ভাঙ্গী ৷ বিশেষভাবে সক্ষম তিনি ৷ লাঠিতে ভর দিয়েই তিনি প্রচার করছেন ৷

Etv Bharat
সিপিএম প্রার্থী শম্ভু ভাঙ্গী

By

Published : Jul 3, 2023, 7:22 PM IST

নির্বাচনে সিপিএম প্রার্থী শম্ভু

চন্দ্রকোনা, 3 জুলাই:পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রার্থী খুঁজতে উদ্যাোগী হয়েছিল বাম নেতৃত্ব ৷ যদিও বামে দাপট কমে যাওযায় কেউই প্রার্থী হতে চাননি ৷ এগিয়ে এসেছিলেন শম্ভু ভাঙ্গী ৷ দীর্ঘ দিন ধরে তাঁর পরিবার বাম সমর্থক হিসাবে পরিচিত এলাকায় ৷ তাই আর কিছু ভেবে দেখেননি তিনি ৷ বিশেষভাবে সক্ষম হলেও সব বাধা অতিক্রম করেই তিনি প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন ৷

বছর 24-এর শম্ভুর কাঁধে ভর করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছে সিপিএম ৷ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার দু’নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামের বাসিন্দা শম্ভু ভাঙ্গী । এবারে তিনি সিপিআইএমের প্রার্থী গোপীনাথপুর গ্রামে । ছোটবেলায় দুর্ঘটনায় বাদ পড়েছে তাঁর ডান পা, ফলে এখন তাঁর চলাফেরার সম্বল বলতে বাঁ-পা ও একটি লাঠি ৷ এক পায়ে ভর করে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভোট প্রচারে যাচ্ছেন তিনি ৷ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করেছন ৷ আর পাঁচটা সাধারণ প্রার্থীর মতোই দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন তিনি ৷

এবারের নির্বাচনে প্রার্থী হতে পেরেই তিনি শম্ভু জানান, রাজ্যে 2011 সালে পালা বদল ঘটেছে ৷ তারপর থেকেই সিপিএম কোনও সুযোগ-সুবিধা পায়নি ৷ আর সেই বিদ্বেষ থেকেই এবারের পঞ্চায়েতে নির্বাচনে বামেদের হয়ে প্রার্থী হয়েছেন শম্ভু ভাঙ্গি । ভোট প্রচারে এসে তৃণমূলের দুর্নীতি, এলাকার অনুন্নয়নকে সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছে শম্ভু । কখনও দলীয় কর্মীদের সাহায্য বাইকে চেপে আবার কখনও লাঠিকে সম্বল করে কর্মীদের সঙ্গে হেঁটে গ্রামে ঘুরে প্রচার করছেন তিনি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে তপ্ত চন্দ্রকোনা, জখম 10

সিপিএমের এই তরুণ প্রার্থীর বাবা একজন কৃষক ৷ পরিবারের আর্থিক স্বচ্ছলতা নেই বললেই হয়। নিতান্ত দরিদ্র পরিবারের ছেলে শম্ভু ৷ তাই খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করার তাগিদে এবারের পঞ্চায়েত ভোটে লাল ঝাণ্ডা ধরেই ভোটে লড়বে ৷ জয়ীও হবে এতোটাই আশাবাদী । শম্ভুর আশা পূরণ হয় কি না তা জানতে হলে 11 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details