চন্দ্রকোনা, 3 জুলাই:পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রার্থী খুঁজতে উদ্যাোগী হয়েছিল বাম নেতৃত্ব ৷ যদিও বামে দাপট কমে যাওযায় কেউই প্রার্থী হতে চাননি ৷ এগিয়ে এসেছিলেন শম্ভু ভাঙ্গী ৷ দীর্ঘ দিন ধরে তাঁর পরিবার বাম সমর্থক হিসাবে পরিচিত এলাকায় ৷ তাই আর কিছু ভেবে দেখেননি তিনি ৷ বিশেষভাবে সক্ষম হলেও সব বাধা অতিক্রম করেই তিনি প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন ৷
বছর 24-এর শম্ভুর কাঁধে ভর করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছে সিপিএম ৷ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার দু’নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামের বাসিন্দা শম্ভু ভাঙ্গী । এবারে তিনি সিপিআইএমের প্রার্থী গোপীনাথপুর গ্রামে । ছোটবেলায় দুর্ঘটনায় বাদ পড়েছে তাঁর ডান পা, ফলে এখন তাঁর চলাফেরার সম্বল বলতে বাঁ-পা ও একটি লাঠি ৷ এক পায়ে ভর করে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভোট প্রচারে যাচ্ছেন তিনি ৷ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করেছন ৷ আর পাঁচটা সাধারণ প্রার্থীর মতোই দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন তিনি ৷