কাঁথি (পূর্ব মেদিনীপুর), 7 অক্টোবর: শুক্রবার ঠিক সকাল দশটায় কাঁথি থানায় হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই । থানা থেকে সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari ) যখন বেরলেন, তখন ঘড়ি বলছে ঠিক 10 ঘণ্টা 10 মিনিট ধরে জেরা করা হয়েছে কাঁথির দু’বারের পৌরপ্রধানকে (Kanthi Police Station ) ৷
জিজ্ঞাসাবাদ শেষ করে বেরোনোর পর অধিকারী পরিবারের ছোট ছেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আদালতের নির্দেশে এখানে এসেছিলাম । যতটা তদন্তে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব ততটাই করেছি । বাকি লড়াইটা আইনি পথেই হবে । আবার আমাকে আগামী সোমবার ডাকা হয়েছে, অবশ্যই আসব । আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তা 2021-এর জানুয়ারি মাসের পর থেকেই । কী কারণে হয়েছে সেটা সবাই জানে ৷ জনগণ এর উত্তর দেবে ।"
এদিন মূলত কাঁথি থানায় একাধিক দুর্নীতির মামলা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ (Soumendu Adhikari faces 10 hours of interrogation) । এদিন সঙ্গে ছিলেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ও আইনজীবী অনির্বাণ চক্রবর্তী । কাঁথি পৌরসভার (Contai Municipality) পৌরপ্রধান ছিলেন শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু ৷ সেই সময় একাধিক দুর্নীতি হয় বলে অভিযোগ (Contai Municipality Scam) ৷ যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে, কাঁথি পৌরসভার রাঙামাটি শ্মশানের স্টল বণ্টন নিয়ে দুর্নীতি । সারদা বিল্ডিংয়ের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি । কাঁথি পৌরসভার ত্রিপল চুরি ৷ এই সব দুর্নীতিতে সৌমেন্দু জড়িত রয়েছেন বলে অভিযোগ ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে এদিন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷