কাঁথি 19 এপ্রিল: কোরোনার জেরে চলছে লকডাউন। লকডাউনে রাস্তাঘাট সুনসান। আবার সরকারি নির্দেশ অনুয়ায়ী রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে। সেই মাস্ককে পরেই দিনের আলোয় কাঁথি শহরে এক মহিলার হার ছিনতাই করল দুষ্কৃতীরা। ফলে বোঝা গেল না মুখও ৷ তদন্তে নামল কাঁথি থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছ কাঁথি থানার শহর এলাকার 6 নম্বর ওয়ার্ডের স্কুল বাজারের কাছে। বেলা সাড়ে 11টা নাগাদ এক মহিলা টোটো করে কাঁথি শহর থেকে দারুয়ার দিকে যাচ্ছিলেন। দারুয়ার দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দুই দুষ্কৃতী স্কুল বাজারের সামনে এসে দাঁড়ায়। মোটরসাইকেলটি সামনে এসে পড়া টোটোর গতি শ্লথ হয়। এই সুযোগে এক দুষ্কৃতী গাড়ি থেকে নেমে ওই মহিলার পিছন থেকে তাঁর গলার হারটি টেনে ছিঁড়ে নেয়। এরপর দ্রুত মোটরসাইকেলে উঠে দুই দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর ওই মহিলার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে গিয়েছে।পরে ওই মহিলা কাঁথি থানায় অভিযোগ জানানোর পর ঘটনাস্থানে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।