কলকাতা, ১৩ জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল শিশির অধিকারীকে । তাঁর জায়গায় নতুন জেলা সভাপতি হলেন সৌমেন মহাপাত্র । শিশির অধিকারীকে দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে ।
গতকাল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শিশির অধিকারীকে । তখনই স্পষ্ট হয়ে যায়, জেলা সভাপতির পদ থেকে তাঁর অপসারণ এখন শুধু সময়ের অপেক্ষা । বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নতুন কমিটি ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব । নতুন কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে অধিকারী বিরোধীদের । সভাপতি করা হয়েছে পিংলার বিধায়ক সৌমেন মহাপাত্রকে । চেয়ারম্যান করা হয়েছে শিশির অধিকারীকে ।
এদিকে প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেছেন, "আমি চাই, আমার মা-বাবা সুস্থ থাকুক । তৃণমূল তো চাকর খোঁজে, অন্য কাউকে পেয়ে যাবে । এই বিষয়ে আমি কিছু বলতে চাই না । আমি তৃণমূল করব না কি বিজেপি করব সেটা আমার ব্যাপার । আমার বাবা সেটা ঠিক করে দেন না । "
এদিকে অধিকারী শিবিরের বিরোধী বলে পরিচিত রামনগরের বিধায়ক অখিল গিরিকে নতুন কো-অর্ডিনেটর কমিটিতে রাখা হয়েছে । ঘটনাচক্রে মঙ্গলবার শিশির অধিকারীকে সরিয়ে তাঁকে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যান করা হয়েছে । তিনি বলেছেন, "শিশিরবাবু সক্রিয় না থাকায় জেলায় দলের সংগঠন দুর্বল হয়ে পড়েছিল । সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে । "