তমলুক, 5 সেপ্টেম্বর: খেজুরি থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রবীণ সাংসদ শিশির অধিকারী। ইট মেরে তৃণমূল সাংসদের গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় আহত হন বর্ষীয়ান সাংসদ ৷ যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বছর তিনেক আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শিশিরকে নিয়েও নানা বিতর্ক হয়েছে। শিশির আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি। তবে বিজেপির সভায় তাঁকে দেখা গিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ে তৃণমূলের সমালোচনাও করেছেন সাংসদ। সবমিলিয়ে দীর্ঘ দিন ধরেই চর্চায় শিশির। এ হেন নেতার গাড়িতে হামলা অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের ।
সূত্রের খবর, গাড়ি লক্ষ্য করে ইটের আঘাতে আহত হয়েছেন শিশিরবাবু। কনভয়ের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে কাঁথির হাসপাতালে ভরতি করা হয় ৷ চিকিৎসার পর যদিও বাড়িতে পাঠানো হয়েছে সাংসদ শিশির অধিকারীকে। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন উপলক্ষে খেজুরি 2 নম্বর ব্লকে গিয়েছিলেন সাংসদ শিশির অধিকারী ৷ তৃণমূল সাংসদ ভোটদান প্রক্রিয়াতে যোগ দেওয়ায় শুরু হয় উত্তেজনা। শুরু হয় ব্যাপক বোমাবাজি ৷