কাঁথি, 31 ডিসেম্বর : কাঁথি পৌরসভার নতুন প্রশাসক পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মাইতি । সৌমেন্দু অধিকারীকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর সিদ্ধার্থ মাইতিকে এই পদে নিযুক্ত করা হল । শুধুমাত্র অর্ডারের কপি নিয়েই পৌর প্রশাসকের চেয়ারে বসেন তিনি ।
প্রথমে এগজ়িকিউটিভ অফিসার ইন-চার্জ না অনুমতি দেওয়ায় তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা চলে । আধিকারিকদের কথামতো শুধুমাত্র অর্ডার কপি গ্রহণ করেন পৌর এগজ়িকিউটিভ অফিসার । আর এরই ভিত্তিতে প্রশাসকের পদে বসেন সিদ্ধার্থ । কিন্তু, শুধুমাত্র অর্ডারের কপি নিয়ে আদৌ প্রশাসকের পদে বসা যায় কি না সেই বিষয়ে প্রশ্ন উঠছে । যদিও তা নিয়ে স্পষ্ট কিছুই জানালেন না পৌর এগজ়িকিউটিভ অফিসার । এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । অন্যদিকে, এই খবর করতে গিয়ে সিদ্ধার্থ মাইতির লোকেদের সঙ্গে সংবাদকর্মীদের বচসা বাঁধে । তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয় । সাংবাদিকদের হেনস্থা করা হয়। ইটিভি ভারতের প্রতিনিধির বুম কেড়ে নিয়ে তার ছিঁড়ে ফেলা হয়।