নন্দীগ্রাম, 10 নভেম্বর : রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মৎসমন্ত্রী অখিল গিরি ৷ বুধবার নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "শিল্পনগরী হলদিয়ার উন্নয়নের টাকায় নিজের নামে জমি রেজিস্ট্রি করেছে শুভেন্দু অধিকার। মানুষের টাকা ও সরকারি পয়সায় নিজের নামে সম্পত্তি করা ঠিক হয়নি। শুভেন্দু অধিকারীর নামে বিভিন্ন সংস্থার থেকে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে। সব তদন্ত হবে ৷" শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাসপাতালের জমির টাকার অপব্যবহারের অভিযোগ তুলেছে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিও ৷
এছাড়াও এদিনের মঞ্চ থেকে শুভেন্দু-সহ অধিকারী পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন, কুণাল ঘোষ, জয়া দত্ত, দোলা সেন, শেখ সুফিয়ান-সহ তৃণমূল একঝাঁক নেতৃত্ব।
হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির টাকায় নিজের নামে জমি কিনেছেন শুভেন্দু, অভিযোগ মৎসমন্ত্রীর আরও পড়ুন :Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের
এদিন জয়া দত্ত বলেন, "অনেকে ভাবতেন বিজেপি হয়তো ক্ষমতায় চলে আসবে, নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এতবার বাংলায় এসেছেন। কিন্তু মোদিবাবু বুঝে গিয়েছিলেন ২০২৪ সালে দিল্লির ক্ষমতা দখল করতে পারে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নাম শুনে আমাদের ঘেন্না লাগে। যদি লজ্জা থাকে নন্দীগ্রামে ঢুকবেন না। লোডশেডিং করে, গাদ্দারি করে জিতেছেন উনি। যদি ক্ষমতা থাকে লড়াইয়ের মাঠে দেখা হবে, অবশ্যই দেখা হবে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি "। পাশাপাশি, এদিন তাঁর মন্তব্য,"মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেন, দু'সেকেন্ড সময় লাগবে বিরোধীদের নন্দীগ্রাম থেকে এলাকা ছাড়া করতে। শুভেন্দু অধিকারী, বিরোধী বলে কেউ নন্দীগ্রামে থাকবে না ৷"