খেজুরি, 24 নভেম্বর : কয়েকদিন আগেই ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে নন্দীগ্রাম দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী । সেখানে তৃণমূলের কোনও পতাকা ছিল না । এবার "খেজুরি দিবস" উপলক্ষ্যে অরাজনৈতিক ব্যানারে মিছিল করলেন তিনি ৷ খেজুরির বাঁশগড়া এলাকা থেকে কামারদা পর্যন্ত এই মিছিল হয় ৷
"খেজুরি দিবস"-এ অরাজনৈতিক ব্যানারে পদযাত্রা শুভেন্দুর - CPI(M)
খেজুরির বাঁশগড়া এলাকা থেকে কামারদা পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারীর ৷ ছিল না তৃণমূলের কোনও পতাকা বা ব্যানার ।
শুভেন্দুর পদযাত্রা
মিছিলে শুভেন্দু ছাড়াও ছিলেন খেজুরির বিধায়ক রঞ্জিত মণ্ডল সহ অন্যরা ৷ তবে অন্যবার এই পদযাত্রা তৃণমূল কংগ্রেসের ব্যানারে হলেও এবার ধরা পড়ল অন্য ছবি ।
2010 সাল থেকে প্রতি বছর "খেজুরি দিবস" পালন করে তৃণমূল কংগ্রেস ৷ তবে এবারের মিছিল নিয়ে রামনগরের বিধায়ক অখিল গিরিকে গতকাল প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এমন কোনও কর্মসূচির কথা তিনি জানেন না ৷ এটা দলের কোনও কর্মসূচি নয় ৷ দলীয় কর্মসূচি থাকলে আমি জানতে পারতাম ৷’’
Last Updated : Nov 24, 2020, 1:05 PM IST