পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পদের লোভ নেই, মানুষের সঙ্গে সম্পর্ক আত্মিক; বার্তা শুভেন্দুর - হলদিয়ায় শুভেন্দুর জনসভা

মন্ত্রিত্ব ছাড়ার আগের থেকেই বিভিন্ন জায়গায় অরাজনৈতিক ব্যানারে সভা করছিলেন শুভেন্দু । মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেওয়া পরও বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সভা করেন তিনি । তিনি তাঁর সভা থেকে এতদিন পর্যন্ত কোনও রাজনৈতিক বার্তা দেননি । আজও তার অন্যথা হল না ।

Shuvendu
শুভেন্দু অধিকারী

By

Published : Dec 15, 2020, 1:28 PM IST

হলদিয়া , 15 ডিসেম্বর : শুভেন্দু অধিকারী কোনও পদের লোভ করে না । মন্ত্রিত্ব ছাড়ার পর লোক এসেছে আমার সভায় । এই লোককে কোনও তৃণমূল, বিজেপি, সিপিএম আনেনি । মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক । সে সম্পর্ক ছিন্ন হওয়ার নয় । সতীশ সামন্তের জন্মদিন উপলক্ষে আজ হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে অরাজনৈতিক সভা থেকে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ।

মন্ত্রিত্ব ছাড়ার আগে থেকে বিভিন্ন জায়গায় অরাজনৈতিক ব্যানারে সভা করছিলেন শুভেন্দু । মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সভা করেন তিনি । তিনি তাঁর সভা থেকে এতদিন পর্যন্ত কোনও রাজনৈতিক বার্তা দেননি । আজও তার অন্যথা হল না । প্রথমেই সতীশ সামন্তের জীবন, আদর্শ-কর্মকে তুলে ধরেন তিনি । জানান, সতীশ সামন্তকে যথাযথ সম্মান দেওয়া হয়নি । পাশাপাশি , হলদিয়া বন্দর সতীশ সামন্তের নামে করার ইচ্ছা প্রকাশ করেন তিনি । এরপরেই তিনি জানিয়ে দেন, যেভাবে যে পদে থাকি না কেন প্রথম পরিচয় ভারতীয় । তারপর বাঙালি ।

সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, মানুষের জন্য সেবক হিসাবে কাজ করে যেতে চান । তিনি বলেন , শুভেন্দু অধিকারী কোনও পদের লোভ করে না । মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক । সে সম্পর্ক ছিন্ন হওয়ার নয় । আমি বর্তমান রাজনৈতিক নেতাদের দেখে অকৃতদার নই । সতীশদের দেখে অকৃতদার । আমার পরিবার বাংলা বাঙালির পরিবার । আগামীর লড়াইয়ে গ্রাম, জেলা জিতবে । সতীশ সামন্তর পথে শুভেন্দু হাঁটবে ।

আরও পড়ুন :সৌগতর বিবৃতিতে শুভেন্দুর মত বদল ? না সবটাই গটআপ...

নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি । বলেন , "ভাষণ নয় , রেশন দিতে হবে । ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাস করি না । বড় বড় পদে যাঁরা আছেন , অনেকেই আমাকে আক্রমণ করেছেন । কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না । এখানে আসতে বাধা দেওয়া হয়েছে । আমার উপর আক্রমণ হয়েছে । কিন্তু যুব শক্তি, মাতৃ শক্তির আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে । "

ABOUT THE AUTHOR

...view details