হলদিয়া , 15 ডিসেম্বর : শুভেন্দু অধিকারী কোনও পদের লোভ করে না । মন্ত্রিত্ব ছাড়ার পর লোক এসেছে আমার সভায় । এই লোককে কোনও তৃণমূল, বিজেপি, সিপিএম আনেনি । মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক । সে সম্পর্ক ছিন্ন হওয়ার নয় । সতীশ সামন্তের জন্মদিন উপলক্ষে আজ হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে অরাজনৈতিক সভা থেকে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ।
মন্ত্রিত্ব ছাড়ার আগে থেকে বিভিন্ন জায়গায় অরাজনৈতিক ব্যানারে সভা করছিলেন শুভেন্দু । মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সভা করেন তিনি । তিনি তাঁর সভা থেকে এতদিন পর্যন্ত কোনও রাজনৈতিক বার্তা দেননি । আজও তার অন্যথা হল না । প্রথমেই সতীশ সামন্তের জীবন, আদর্শ-কর্মকে তুলে ধরেন তিনি । জানান, সতীশ সামন্তকে যথাযথ সম্মান দেওয়া হয়নি । পাশাপাশি , হলদিয়া বন্দর সতীশ সামন্তের নামে করার ইচ্ছা প্রকাশ করেন তিনি । এরপরেই তিনি জানিয়ে দেন, যেভাবে যে পদে থাকি না কেন প্রথম পরিচয় ভারতীয় । তারপর বাঙালি ।