মেদিনীপুর,5 ডিসেম্বর : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই শুভেন্দুর ঘনিষ্ঠ পাঁচ ব্লক সভাপতিদের সরানো হলো ৷ শুক্রবারেই শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে নির্দেশ দেন দলনেত্রী ৷ যারা দলে থেকেও দল বিরোধী কাজ করছেন তাঁদের সরিয়ে দেওয়ার এই নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার তৃণমূলের পাঁচ ব্লক সভাপতিকে সরানো হলো।
কাঁথি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃন্ময় পন্ডা ও কাঁথি দুই নম্বর ব্লকের সহকারী সভাপতি উত্তম বারিক,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি মেঘনাথ পালকে, ভগবানপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানব পড়ুয়া এবং নন্দকুমার ব্লক তৃণমূল সভাপতি সুকুমার বেরাকে অপসারণ করা হয়েছে বলে তৃণমূল জানা গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যাঁরা দলের বিরোধিতা করছে তাঁদের এক মুহূর্ত রাখা যাবে না। এরা প্রত্যেকেই জানিয়েছেন, এরা নীতির জন্য কাজ করেন, পদের জন্য নয় । এরা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন বলে কি সরানো হয়েছে ? প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সুকুমার বেরা দলের তরফ থেকে এখনও কোনও বার্তা পাননি বলে জানান ৷