পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দু ঘনিষ্ঠ ব্লক সভাপতিদের অপসারণ শিশিরের - শুভেন্দুর ঘনিষ্ঠ পাঁচ ব্লক সভাপতিদের সরানো হলো

নেত্রী কালই নির্দেশ দেন ৷ আর সেই নির্দেশ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল ৷ তৃণমূলের সূত্র থেকে জানা গিয়েছে মোট পাঁচজনকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ এরা প্রত্যকেই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ কাঁথি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃন্ময় পন্ডা,কাঁথি দুই নম্বর ব্লকের সহকারী সভাপতি উত্তম বারিক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি মেঘনাথ পাল সহ মোট পাঁচজনের অপসারণের খবর জানা গিয়েছে ৷

tmc block president
উত্তম বারিক

By

Published : Dec 5, 2020, 11:06 PM IST

মেদিনীপুর,5 ডিসেম্বর : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই শুভেন্দুর ঘনিষ্ঠ পাঁচ ব্লক সভাপতিদের সরানো হলো ৷ শুক্রবারেই শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে নির্দেশ দেন দলনেত্রী ৷ যারা দলে থেকেও দল বিরোধী কাজ করছেন তাঁদের সরিয়ে দেওয়ার এই নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার তৃণমূলের পাঁচ ব্লক সভাপতিকে সরানো হলো।

কাঁথি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃন্ময় পন্ডা ও কাঁথি দুই নম্বর ব্লকের সহকারী সভাপতি উত্তম বারিক,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি মেঘনাথ পালকে, ভগবানপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানব পড়ুয়া এবং নন্দকুমার ব্লক তৃণমূল সভাপতি সুকুমার বেরাকে অপসারণ করা হয়েছে বলে তৃণমূল জানা গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যাঁরা দলের বিরোধিতা করছে তাঁদের এক মুহূর্ত রাখা যাবে না। এরা প্রত্যেকেই জানিয়েছেন, এরা নীতির জন্য কাজ করেন, পদের জন্য নয় । এরা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন বলে কি সরানো হয়েছে ? প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সুকুমার বেরা দলের তরফ থেকে এখনও কোনও বার্তা পাননি বলে জানান ৷

আরও পড়ুন :"সাহস থাকলে সঙ্গে থাকুন, না হলে লুটেরাদের কাছে যান"

নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি মেঘনাদ পাল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন ৷ মেঘনাদ পালের জায়গায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি করা হয়েছে স্বদেশ দাসকে ৷ অন্যদিকে ভগবানপুরের ব্লক সভাপতি হিসাবে এতদিন দায়িত্বে থাকা মানব পড়ুয়াকে সরিয়ে সভাপতি করা হয়েছে শশাঙ্কশেখর জানা ৷ এভাবেই কী শুভেন্দু-কে বার্তা দিল দল ? গতকালই নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠকে নেত্রীর স্পষ্ট বার্তা দেন , "সাহস থাকলে আমার কাছে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে যান।" তিনি কাঁথি, রামনগর সহ আশপাশের এলাকায় দলে থেকে যাঁরা দলের বিরোধিতা করেছেন তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুভেন্দু অধিকারীর বাবা তথা পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি শিশির অধিকারীকে এই নির্দেশ দেওয়ার 24 ঘণ্টার মধ্যে তিনি এই পাঁচজনকে সরিয়ে দিলেন ৷ সূত্রের খবর পাঁচজনকে ফোন করে অপসারণের খবর জানান শিশিরবাবু ৷

ABOUT THE AUTHOR

...view details