পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশির অধিকারীকে আক্রমণ কাঁথির তৃণমূল নেতার - দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা

কাঁথি দেশপ্রাণ ব্লকে তৃণমূলের সভাপতি করা হয়েছে উত্তম বারিককে ৷ তবে এই নতুন সভাপতিকে মেনে নিতে নারাজ তরুণ জানা সহ তাঁর অনুগামীরা ৷ তাঁদের দাবি উত্তমবাবু দলের সংগঠন বাড়াতে আসেননি ৷ পরিবর্তে তাঁরা দলে দলবাজি ও ভাঙন ধরাতে এসেছেন ৷ প্রভাব খাটিয়ে শিশির অধিকারী তাঁকে সভাপতি করেছেন ৷

তরুণ জানা
তরুণ জানা

By

Published : Nov 8, 2020, 10:09 PM IST

কাঁথি, 8 নভেম্বর : চলতি মাসে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল করা হয় ৷ এই বদল করেন মূলত কাঁথির সাংসদ শিশির অধিকারী ৷ তবে এই রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা ৷

কাঁথি দেশপ্রাণ ব্লকে তৃণমূলের সভাপতি করা হয়েছে উত্তম বারিককে ৷ তবে এই নতুন সভাপতিকে মেনে নিতে নারাজ তরুণ জানা সহ তাঁর অনুগামীরা ৷ তাঁদের দাবি উত্তমবাবু দলের সংগঠন বাড়াতে আসেননি ৷ পরিবর্তে তাঁরা দলে দলবাজি ও ভাঙন ধরাতে এসেছেন ৷ প্রভাব খাটিয়ে শিশির অধিকারী তাঁকে সভাপতি করেছেন ৷

তরুণবাবু অভিযোগ করেন, উত্তম বারিকের সঙ্গে এখনও CPI(M) ও কংগ্রেসের যোগাযোগ আছে ৷ জেলা সভাপতি তাঁর ছোটো ছেলের সুবিধা করে দিতেই তাঁকে ব্লক সভাপতি করেছেন ৷ উত্তম বারিককে চোর, তোলাবাজ বলেও অভিযোগ করেন তিনি ৷ শিশির অধিকারীর উপর এতটাই ক্ষুদ্ধ হয়েছেন যে ইতিমধ্যে তিনি একটি টিম তৈরি করেছেন ৷ নাম দিয়েছেন টিম দেশপ্রাণ ৷

প্রভাব খাটিয়ে উত্তম বারিককে ব্লক সভাপতি নির্বচনের অভিযোগ শিশির অধিকারীর বিরুদ্ধে

যদিও নব নির্বাচিত ব্লক সভাপতি উত্তম বারিক তাঁর বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ তিনি জানান এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত । তাঁর বিরুদ্ধে কথা বলা মানেই দলের বিরোধিতা করা । দলের নির্দেশ মেনে এলাকায় সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলেও তিনি জানান ।

ABOUT THE AUTHOR

...view details