পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশ যায়নি, তাহলে কোথায় শাহজাহান? নন্দীগ্রাম থেকে জানালেন শুভেন্দু - সন্দেশখালি

Suvendu Adhikari on Sheikh Shahjahan: কোথায় রয়েছেন রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান ? এমনকি ইডি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ৷ তখন শুভেন্দু অধিকারী বলে দিলেন, কোথায় গেলে পাওয়া যাবে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতাকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 4:54 PM IST

শেখ শাহজাহান সন্দেশখালিতেই রয়েছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম, 7 জানুয়ারি: রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান কোথায় ? যাঁকে গ্রেফতার করতে রাজ্য পুলিশকে নির্দেশ পর্যন্ত দিয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু, শেখ শাহজাহান ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে রাজ্য পুলিশ ৷ তবে সন্দেশখালির সেই দাপুটে তৃণমূল নেতার বর্তমান ঠিকানা জানেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ সভা থেকে এদিন তিনি জানালেন, বাংলাদেশ নয় ৷ সন্দেশখালিতেই রয়েছেন শেখ শাহজাহান ৷ তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে আশ্রয় নিয়েছেন সন্দেশখালি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ৷

গত দু’দিন ধরে রাজ্য রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন, শেখ শাহজাহান কোথায় ? বাংলাদেশে নাকি রাজ্যেই রয়েছেন ? যাঁর বাড়িতে তল্লাশিতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন ইডি আধিকারিকরা ৷ যে ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ৷ বলা হচ্ছিল, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন সন্দেশখালির এই দাপুটে নেতা ৷ কিন্তু, না ৷ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্য কথা বলছেন ৷

শুভেন্দুর কথায়, "না না বাংলাদেশে নেই ৷ কোথায় আছে বলে দিচ্ছি ৷ ও প্রধানের বাড়িতে আছে ৷ সন্দেশখালির মধ্যে এক প্রধান আছে তৃণমূলের, কোন মোল্লা নাম, তাঁর ঘাঁটিতেই আছে ৷" এদিকে গতকাল ইডি শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ জারি করেছে ৷ উল্লেখ্য, গত শুক্রবার সন্দেশখালি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে 50 জন সিআরপিএফ নিয়ে তল্লাশি অভিযানে যায় ইডি ৷ সেখানেই স্থানীয়রা ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে মারধর করে ৷ যে ঘটনায় বেশ কয়েকজন ইডি আধিকারিক আহত হয়েছেন ৷

এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালকে এ নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন ৷ সেখানে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছেন সুকান্ত ৷ তিনিও জানিয়েছিলেন, শেখ শাহজাহান বাংলাদেশে যায়নি ৷ তাঁদের দল, এমনকি পুলিশও জানে শেখ শাহজাহান কোথায় আছে ৷ তিনি নির্দিষ্ট করে না বললেও, শুভেন্দু অধিকারী শাহজাহানের বর্তমান আশ্রয় কোথায়; তা জানিয়ে দিলেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে দ্রুত গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে!
  2. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্রিগেডে বামেদের মঞ্চে পাঠানো উচিত প্রধান বিচারপতির, বিস্ফোরক কুণাল

ABOUT THE AUTHOR

...view details