পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত চার পরিযায়ী শ্রমিক-সহ সাত - এগরা মহকুমা

পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, সাতজন কোরোনা আক্রান্তের মধ্যে এগরা ২ ব্লকের এরেন্দা গ্রামের এক দম্পতি । 26 বছরের ওই যুবক কর্ম সূত্রে রাজস্থানে থাকতেন ।

Seven people Corona affected in Purba Medinipur
কোরোনায় আক্রান্ত চার পরিযায়ী শ্রমিকসহ সাতজন

By

Published : Jun 25, 2020, 6:36 AM IST

কোরোনায় আক্রান্ত চার পরিযায়ী শ্রমিক-সহ সাত

পাঁশকুড়া, 25জুন : কাঁথি মহকুমায় চার জন ও এগরামহকুমায় তিন জন কোরোনায় আক্রান্ত হয়েছে । তাদের সাতজনকে পাঁশকুড়া বড়োমা কোরোনাহাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

জেলাস্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে,সাতজন কোরোনা আক্রান্তের মধ্যে রয়েছে এগরাদুই নম্বর ব্লকের এরেন্দা গ্রামের এক দম্পতি ।26বছরের ওই যুবক কর্ম সূত্রে রাজস্থানেথাকতেন । কয়েক দিন আগে বাড়ি ফিরে ছিলেন । তার স্ত্রীরও কোরোনার উপসর্গ দেখা দেয় ।তার পর তাদের লালারস পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ ধরা পড়ে । অপরদিকে এগরা এক নম্বরব্লকের মহাবিশ্রা গ্রামের29বছরেরএক যুবক কর্ম সূত্রে গুজরাত থেকে কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন । তাঁর নমুনাররিপোর্ট পজ়িটিভ ধরা পড়ে । এগরা মহকুমায় তিন জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদেরপাঁশকুড়া বড়োমা কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

অপরদিকেকাঁথি মহকুমায় চারজনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । গতকাল রাতে তাঁদের রিপোর্ট আসারপর তাদের পাঁশকুড়া বড়োমা কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । কাঁথি এক নম্বরব্লকের তিন জন । কাঁথি দুই নম্বর ব্লকের এক জন । কাঁথি এক নম্বর ব্লকের40বছরের এক রাজস্থান ফেরত পরিযায়ীশ্রমিক ও তেঁতুল মুড়ি গ্রামের46বছরের এক পরিযায়ী শ্রমিক সহ উত্তর দারুয়া এলাকার56বছর বয়সের মহিলা । কাঁথি দুই নম্বরব্লকের20বছরবয়সের এক যুবতি । এদের সবার গত মঙ্গলবার রাতে কোরোনা পজ়িটিভ আসার পর পাঁশকুড়াবড়োমা কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এইবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত রায় বলেন, ‘‘নতুন করে চার জনের কোরোনা পজ়িটিভ ধরাপড়ে । তাদের পাঁশকুড়া বড়োমা কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।’’অপরদিকে তমলুক জেলা স্বাস্থ্যআধিকারিক নিতাই চন্দ্র মন্ডলকে ফোন করা হলে,কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details