পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Joining: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, শুভেন্দুর বিধানসভায় 'গেরুয়া ধস'

একঝাঁক বিজেপি নেতা দল ছাড়লেন । পরে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তমলুক নিমতৌড়ি স্মৃতিসৌধের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে তাঁরা বিজেপি ত্যাগ করেন এই নেতা-কর্মীরা (Activists Join TMC from BJP) ।

TMC Joining News
তৃণমূলে যোগ বিজেপি নেতা-কর্মীদের

By

Published : Nov 2, 2022, 10:47 AM IST

নন্দীগ্রাম, 2 নভেম্বর:সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে আদি বিজেপিরা দল ছাড়লেন । মঙ্গলবার একঝাঁক বিজেপি নেতা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক নিমতৌড়ি স্মৃতিসৌধের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে বিজেপি ত্যাগ করেন (Activists Join TMC from BJP) । তারপর তাঁরা সাংবাদিকদের জানান, কাঁথি আর নন্দীগ্রামে ঠাঁই হবে না শুভেন্দুর । চাকরি চোররা তৃণমূলে নয়, বিজেপিতে রয়েছে ৷ শুভেন্দু অধিকারীর 'একনায়কতন্ত্র' মেনে নিতে না পেরেই দলত্য়াগ বলে জানালেন এই নেতা-কর্মীরা । পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গেও দেখা করেন বিজেপিত্যাগী নেতাকর্মীরা ।

আরও পড়ুন:'চোর চোর চোরটা...' স্লোগানের পালটা দিলেন শুভেন্দু

এদিন আদি বিজেপি ছেড়ে আসা বটকৃষ্ণ দাস জানান, তৃণমূলে নয়, বিজেপিতে রয়েছে চাকরি চোর । আর যাঁরা দিলীপ ঘোষের হাত ধরেই তিল তিল করে বিজেপির মাটি তৈরি করেছিল, পতাকা লাগাতে গিয়ে এদের হাতে আক্রান্ত হয়েছিল, জেল খেটেছে, মামলা চলছে, আজ তাদেরকে বাদ দিয়ে একনায়কতন্ত্র চালাচ্ছে শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা । শুভেন্দুর নির্বাচনী এজেন্ট মেঘনাথ পালকেও 'চাকরি চোর' বলে কটাক্ষ করেন তিনি ।

তৃণমূলে যোগ বিজেপি নেতা-কর্মীদের

শুভেন্দকে কটাক্ষ করে তাঁর আরও দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু হারাননি । মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে নন্দীগ্রামের বিজেপি কর্মীরা । আমি জোর গলায় বলতে পারি শুভেন্দু অধিকারী আর কোনদিন নন্দীগ্রামে জিততে পারবে না।" কটাক্ষের সুরে বটকৃষ্ণ দাস জানান, শুভেন্দু কোনও দিন আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তাঁর আরও দাবি শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি । এই যোগদান প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পাল কোনও মন্তব্য করেননি ৷

আরও পড়ুন:এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

কুণাল ঘোষ বলেন, "দল আমাকে এই জেলার দায়িত্বে দিয়েছে । আমি এই জেলাতেই রয়েছি । শুভেন্দু অধিকারীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে এনারা বিজেপি ছেড়েছেন । এঁদের সঙ্গে আমি ও তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র সৌজন্যে বিনিময় করলাম । আগামী 4 তারিখে নন্দীগ্রামে জনসভা রয়েছে । এদের সঙ্গে আলোচনায় বসেছি । এই আলোচনার উত্তর সেই জনসভায় পেয়ে যাবেন । তবে আগামী 4 তারিখে বিজেপি ত্যাগী এই নেতৃত্বদের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details