নন্দীগ্রাম, 2 নভেম্বর:সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে আদি বিজেপিরা দল ছাড়লেন । মঙ্গলবার একঝাঁক বিজেপি নেতা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক নিমতৌড়ি স্মৃতিসৌধের সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে বিজেপি ত্যাগ করেন (Activists Join TMC from BJP) । তারপর তাঁরা সাংবাদিকদের জানান, কাঁথি আর নন্দীগ্রামে ঠাঁই হবে না শুভেন্দুর । চাকরি চোররা তৃণমূলে নয়, বিজেপিতে রয়েছে ৷ শুভেন্দু অধিকারীর 'একনায়কতন্ত্র' মেনে নিতে না পেরেই দলত্য়াগ বলে জানালেন এই নেতা-কর্মীরা । পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গেও দেখা করেন বিজেপিত্যাগী নেতাকর্মীরা ।
আরও পড়ুন:'চোর চোর চোরটা...' স্লোগানের পালটা দিলেন শুভেন্দু
এদিন আদি বিজেপি ছেড়ে আসা বটকৃষ্ণ দাস জানান, তৃণমূলে নয়, বিজেপিতে রয়েছে চাকরি চোর । আর যাঁরা দিলীপ ঘোষের হাত ধরেই তিল তিল করে বিজেপির মাটি তৈরি করেছিল, পতাকা লাগাতে গিয়ে এদের হাতে আক্রান্ত হয়েছিল, জেল খেটেছে, মামলা চলছে, আজ তাদেরকে বাদ দিয়ে একনায়কতন্ত্র চালাচ্ছে শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা । শুভেন্দুর নির্বাচনী এজেন্ট মেঘনাথ পালকেও 'চাকরি চোর' বলে কটাক্ষ করেন তিনি ।