পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা পজ়িটিভ ধরা পড়তেই রামনগরে শুরু স্যানিটাইজ়েশনের কাজ - east medinipur

6 জন কোরোনা আক্রান্তের খবর মিলতেই পূর্ব মেদিনীপুরের রামনগর বাজার তিন দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাজার ব্যবসায়ী সমিতি । একই সঙ্গে এলাকা স্যানিটাইজ়েশনের কাজ শুরু করলেন দমকলকর্মীরা ।

ছবি
ছবি

By

Published : Jun 17, 2020, 6:34 AM IST


রামনগর, 16 জুন : কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর পূর্ব মেদিনীপুরের রামনগর বাজার তিন দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি । তার সঙ্গে পুরো এলাকাকে জীবাণুমুক্ত করার কাজ শুরু করলেন দমকলকর্মীরা ।

পূর্ব মেদিনীপুরের রামনগর 1 পঞ্চায়েত সমিতি এলাকায় অনেক পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছেন । এরপর, 14 দিন তাঁরা কোয়ারানটিন সেন্টারে ছিলেন । সেখানে থাকাকালীন প্রত্যেকের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয় । কিন্তু পরীক্ষার রিপোর্ট দেরিতে আসায় তাঁরা 14 দিন কাটিয়ে বাড়ি চলে যান । বৃহস্পতিবার তাঁদের মধ্যে 6 জনের কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । সেই রিপোর্ট মিলতেই জেলা স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে । তড়িঘড়ি ওই 6 জনকে পাঁশকুড়া বড়মা কোরোনা হাসপাতলে নিয়ে যাওয়া হয় । তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছে তাঁদেরও লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিকে, কোরোনার খবর এলাকায় পৌঁছতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে । এরপরই রবিবার রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী 3দিন অর্থাৎ সোম, মঙ্গল ও বুধবার বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে । খালি জরুরি পরিষেবার দোকান খোলা থাকবে । আগামীকাল সংস্পর্শে আসা বাকিদের রিপোর্ট আসার পরই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বাজার খোলার । একই সঙ্গে শহরের দোকান, অফিস, রাস্তায় জীবাণুমুক্তের কাজ শুরু করেছে দমকল কর্মীরা ।


রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র বলেন, “ আমার এলাকায় 6 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। যার জেরে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির থেকে পুরো এলাকা জুড়ে জীবাণুমুক্তের কাজ শুরু করে দমকলবাহিনী । ব্লক প্রশাসনও তার সঙ্গে সহযোগিতা করছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details