কাঁথি, 1 ফেব্রুয়ারি : পূর্ব মেদিনীপুরের অন্যান্য সমুদ্র সৈকতের মতো জনপ্রিয় না হলেও ভ্রমণপ্রিয় মানুষদের কাছে পরিচিত বগুরান জলপাই সি বিচ (Baguran jalpai sea beach) ৷ কাঁথি শহর থেকে 14 কিমি দূরে অবস্থিত এই বিস্তীর্ণ উপকূল এলাকায় প্রশাসনের তেমন নজর নেই ৷ আর তারই ফায়দা তুলছে একশ্রেণির মানুষ ৷ নিয়ম নীতির তোয়াক্কা না করেই সমুদ্রবক্ষ থেকে অবাধে চলছে বালি তোলার কাজ (Sand Smuggling at Baguran jalpai sea beach) ৷ কোনও হেলদোল নেই প্রশাসনের ৷ স্থানীয়দের এই অভিযোগ বহুদিনের ৷
স্থানীয়দের অভিযোগ, বালি পাচারকারীরা হামেশাই ট্র্যাক্টর ভরে বালি তুলে নিয়ে যায় ৷ দীর্ঘদিন ধরে এটা চলে আসছে ৷ কারা এই কাজের সঙ্গে যুক্ত তা জানেন না স্থানীয়রা ৷ তবে বাধা দিতে গেলে তাঁদের হুমকির মুখে পড়তে হয় ৷ স্থানীয়দের অভিযোগ, শাসকদলের মদত না থাকলে এভাবে রমরমিয়ে বালি তোলা যায় না ৷ এই বিষয়ে বারবার ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা এলাকায় আসার আগেই খবর পৌঁছে যায় বালি পাচারকারীদের কাছে ৷ প্রশাসনের সঙ্গে বালি মাফিয়াদের যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা ৷