পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sand Smuggle : উপকূলীয় এলাকা থেকে অবাধে বালি চুরি, নিশ্চুপ প্রশাসন - বগুরান জলপাই সমুদ্র সৈকত

পূর্ব মেদিনীপুরের বগুরান জলপাই সমুদ্র সৈকত থেকে বেআইনিভাবে দেদার চলছে বালি তোলা ৷ স্থানীয়দের অভিযোগ, বাধা দিতে গেলে হুমকির মুখে পড়তে হয় তাঁদের ৷

Sand Smuggle
Sand Smuggle

By

Published : Feb 1, 2022, 6:37 PM IST

কাঁথি, 1 ফেব্রুয়ারি : পূর্ব মেদিনীপুরের অন্যান্য সমুদ্র সৈকতের মতো জনপ্রিয় না হলেও ভ্রমণপ্রিয় মানুষদের কাছে পরিচিত বগুরান জলপাই সি বিচ (Baguran jalpai sea beach) ৷ কাঁথি শহর থেকে 14 কিমি দূরে অবস্থিত এই বিস্তীর্ণ উপকূল এলাকায় প্রশাসনের তেমন নজর নেই ৷ আর তারই ফায়দা তুলছে একশ্রেণির মানুষ ৷ নিয়ম নীতির তোয়াক্কা না করেই সমুদ্রবক্ষ থেকে অবাধে চলছে বালি তোলার কাজ (Sand Smuggling at Baguran jalpai sea beach) ৷ কোনও হেলদোল নেই প্রশাসনের ৷ স্থানীয়দের এই অভিযোগ বহুদিনের ৷

স্থানীয়দের অভিযোগ, বালি পাচারকারীরা হামেশাই ট্র্যাক্টর ভরে বালি তুলে নিয়ে যায় ৷ দীর্ঘদিন ধরে এটা চলে আসছে ৷ কারা এই কাজের সঙ্গে যুক্ত তা জানেন না স্থানীয়রা ৷ তবে বাধা দিতে গেলে তাঁদের হুমকির মুখে পড়তে হয় ৷ স্থানীয়দের অভিযোগ, শাসকদলের মদত না থাকলে এভাবে রমরমিয়ে বালি তোলা যায় না ৷ এই বিষয়ে বারবার ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা এলাকায় আসার আগেই খবর পৌঁছে যায় বালি পাচারকারীদের কাছে ৷ প্রশাসনের সঙ্গে বালি মাফিয়াদের যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা ৷

আরও পড়ুন : BJP Leader Kidnap : পঞ্চায়েত দখল করতে বিজেপি সদস্যকে অপহরণ, অভিযুক্ত তৃণমূল

উপকূলীয় এলাকা থেকে অবাধে বালি চুরি

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ ভূঁইয়া বলেন, "বালি চুরি বন্ধ না হলে উপকূল এলাকা ধ্বংস হয়ে যাবে । অথচ আমরা বহু চেষ্টা করেও বালি চুরি বন্ধ করতে পারছি না ৷ এই বিশাল এলাকায় সব জায়গায় সমান নজরদারি করা সম্ভব হয় না ৷ প্রশাসনের কাছে সম্পূর্ণরূপে একাজ বন্ধ করার আবেদন জানিয়েছি ৷''

ঝকঝকে দিনের আলোয় দেদার বালি চুরি চললেও প্রশাসন জানিয়েছে, তাঁদের কাছে নাকি কোনও খবরই নেই (Sand Smuggling in purba medinipur) ৷ স্থানীয়দের অভিযোগ একপ্রকার উড়িয়ে দিচ্ছেন তাঁরা ৷ কাঁথি 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিনকান্তি ঘোষ বলেন, "সমুদ্রের বুক থেকে বালি চুরির অভিযোগ কোনওদিন পাইনি ৷ এলে খতিয়ে দেখব ।"

ABOUT THE AUTHOR

...view details